ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যশোরে মাটি কেনাবেচা নিয়ে বিরোধে ছাত্রলীগ কর্মী খুন

প্রকাশিত: ০৯:৩৩, ১১ ডিসেম্বর ২০১৯

যশোরে মাটি কেনাবেচা নিয়ে বিরোধে ছাত্রলীগ কর্মী খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ইটভাঁটিতে মাটি সরবরাহকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে যশোরে জনি (২৮) নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে। সোমবার রাতে যশোর সদরের নরেন্দ্রপুর মাস্টারপাড়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়। নিহত জনি যশোরের মণিরামপুর উপজেলার তাড়ুয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ এ ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সবুজ হাসানসহ দুজনকে আটক এবং বর্তমান সভাপতি শাহিন আলমের মোটরসাইকেল জব্দ করেছে। নরেন্দ্রপুর ইউনিয়নের সদস্য সুজিত বিশ্বাস জানান, ছাত্রলীগ নেতা সবুজ হাসান ও শাহিন আলম মাটি কেনাবেচার ব্যবসা করেন। সম্প্রতি নরেন্দ্রপুরের হাসিবের জমির মাটি কিনতে চান দু’জনই। এ নিয়ে বিরোধের সৃষ্টি হলে দুই পক্ষ সমঝোতা বৈঠকে বসে। সেখানে শাহিন মোটরসাইকেল, ইজিবাইক ও ট্রেকারে ২০/২২ জন নিয়ে আসে। বৈঠকে সবুজের পক্ষে ছিল জনি। বৈঠক চলাকালে শাহিন পক্ষের কয়েকজন জনিকে পাশে নিয়ে তার বুকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর গ্রামবাসী ধাওয়া করলে শাহিন ও তার পক্ষের লোকজন পালিয়ে যায়। তবে শাহিনের একটি পায়ে সমস্যা থাকায় সে তার মোটরসাইকেল ফেলে অন্য বাহনে পালায়। সিলেটে ছেলের হাতে মা স্টাফ রিপোর্টার সিলেট অফিস জানায়, সোমবার রাত ১১ টায় সিলেট শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়ায় মাকে কুপিয়ে হত্যা করেছে দিপু বাউড়ি নামের এক পাষ- ছেলে। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত মহিলার নাম প্রেমলতা বাউড়ি (৬০)। ঘটনার পর থেকেই ঘাতক দিপু বাউড়ি পলাতক রয়েছে। চকরিয়ায় যুবক স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, নারী সংক্রান্ত ঘটনার জের ধরে চকরিয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার পর লাশ ভাসিয়ে দেয়া হয়েছে খালে। এ ঘটনায় রেজাউল করিম নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত আবদুল হাকিম ছোটন (২৭) কোরালখালী পাইল্যাপাড়ার দেলোয়ার হোসেনের পুত্র। সোমবার রাতে এ ঘটনা ঘটে। চকরিয়া থানার ওসি বলেন, কোরালখালীর জয়নাল আবেদীনের মেয়ের সঙ্গে একই এলাকার নুরুল আলমের পুত্র শহীদুল্লাহর বিয়ের কথা ছিল। কিন্তু আগে থেকে সম্পর্ক থাকার কারণে এক সপ্তাহ আগে ছোটনের সঙ্গে ওই মেয়ের বিয়ে হয়। এই বিয়ের কারণে শহীদুল্লাহ ক্ষিপ্ত হয়ে এ হত্যাকা-টি ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজীপুরে মাছ ব্যবসায়ী স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে মাছ ব্যবসায়ী এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রনি শেখ (৩০)। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার গোবিন্দপুরের রাজ্জাক শেখের ছেলে। জানা গেছে, ঢাকা জেলার সাভারের ব্যাংক কলোনিতে ভাড়া বাসায় থেকে মাছের ব্যবসা করত রনি শেখ। সোমবার রাতে সে একটি পিকআপ ভ্যান নিয়ে কালিয়াকৈর উপজেলার চাবাগান এলাকায় মাছ কেনার জন্য আসে। ভোররাতে স্থানীয় ঠেঙ্গারবান্দ এলাকায় পদ্মা অক্সিজেন ফ্যাক্টরির সামনে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের পাশে ধারালো অস্ত্র ও রড দিয়ে তার মাথায় এলোপাতাড়ি কুপিয়ে ও আঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
×