ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত দুই

প্রকাশিত: ০৯:৩১, ১১ ডিসেম্বর ২০১৯

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১০ ডিসেম্বর ॥ কোটালীপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ-সদস্যসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের এক এএসআইসহ আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় কোটালীপাড়া-রাজৈর সড়কের দেবগ্রাম নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কাশিয়ানী থানার কম্পিউটার অপারেটর পুলিশের কনস্টেবল এমদাদুল হক (২৪) ও কোটালীপাড়া উপজেলার কাচিকাটা গ্রামের শচীন বিশ্বাসের ছেলে রণজিৎ বিশ্বাস (২৭)। নিহত পুলিশ কন্স্টেবল মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদার গ্রামের মোতাহার মোল্লার ছেলে। আহত মাদারীপুরের রাজৈর থানার এএসআই মনির হোসেন (২৭) ও পোরো হালদারকে (২৬) প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে গোপালগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। নোয়াখালীতে দুই নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী থেকে জানান, সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে ছাত্রদল নেতাসহ দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সুবর্ণচরের তোতার বাজারে এবং ১টায় বেগমগঞ্জের কাদিরপুরে এ সড়কে দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, চরবাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও পশ্চিম চরবাটা গ্রামের আব্দুল মোতালেবের ছেলে মো. রাসেল (৩০) ও হাতিয়া উপজেলার তরমদ্দি ইউনিয়নের জোড়াখালী গ্রামের করাতকল শ্রমিক নোমান (৩৬)। স্থানীয়রা জানান, বিদ্যুতের খুঁটি নিয়ে জেলা শহর মাইজদী থেকে একটি কাভার্ডভ্যান সুবর্ণচরের ভূঞারহাটের দিকে যাচ্ছিল। পথে তোতার বাজারের দক্ষিণে সোনাপুর- চেয়ারম্যান ঘাট সড়কে ভূঞারহাট থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি ধুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা অটোরিকশা থেকে চারজনকে বের করে। এর মধ্যে দু’জনকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটোরিক্সার চালকসহ অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শ্রীপুরে দিনমজুর স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, শ্রীপুরে মহাসড়কের ডিভাইডারে বসে রোদ পোহাতে গিয়ে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মঙ্গলবার এক দিনমজুর নিহত হয়েছে। তার নাম শাবজুল হোসেন (৬৫)। তার বাড়ি ময়মনসিংহের তারাকান্দা থানার ডেওয়াতলা গ্রামে। জানা গেছে, শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টাররাড়ী এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাড়িতে বসবাস করে এলাকায় দিনমজুরের কাজ করত শাবজুল। মঙ্গলবার সকালে সে কাজের সন্ধানে বাসা থেকে বের হয়ে মাওনা চৌরাস্তায় আসে। সে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারে বসে রোদ পোহাচ্ছিল। এ সময় সে ঘুমিয়ে সড়কে পড়ে গেলে দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে। শাবজুল নিহত হয়। পঞ্চগড়ে দুই স্টাফ রিপোর্টার পঞ্চগড় থেকে জানান, তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজিব ইসলাম (২২) ও আনিছুর রহমান (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন। নিহত রাজিব ইসলাম তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া এলাকার[জঞঋ নড়ড়শসধৎশ ংঃধৎঃ: }০.১থথএড়ইধপশ[জঞঋ নড়ড়শসধৎশ বহফ: }০.১থথএড়ইধপশ আমির হোসেনের ছেলে এবং আনিছুর একই উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের চতুরাগছ এলাকার মোফারফ হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার বেলা দুইটার দিকে উপজেলার বাংলাবান্ধা থেকে আনিছুরকে নিয়ে মোটরসাইকেল যোগে তেঁতুলিয়ার উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন রাজিব। যাওয়ার পথে তেঁতুলিয়া বাংলাবান্ধা সড়কের নজরুল স্মরণী মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
×