ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:১৪, ১১ ডিসেম্বর ২০১৯

টুকরো খবর

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১০ ডিসেম্বর ॥ সিংড়ায় ডোবার পানিতে ডুবে কাওসার (৩) ও মিম (৩) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে বেলা ১১টার দিকে ডোবা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত কাওসার উপজেলার হাতিগাড়া মহল্লার শামীম হোসেনের ছেলে এবং মিম একই এলাকার মিঠুনের মেয়ে। তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই-বোন ছিল। জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার পর কাওসার ও মিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে তাদের পরিবারের সদস্যরা। পরে দুই ঘণ্টা পরে বেলা ১১টার দিকে বাড়ির পাশের ডোবার পাশে তাদের পরিহিত স্যান্ডেল দেখে সন্দেহ হয়। পরে ডোবা থেকে তাকে তাদের দুজনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আগুনে পুড়ে দোকানির মৃত্যু নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ১০ ডিসেম্বর ॥ দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদে সড়কের পাশের ৪টি দোকান আগুনে পুড়ে গেছে। এ সময় দগ্ধ হয়ে মহিউদ্দিন (৫০) লেপ তোশক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সমিটার থেকে সৃষ্ট স্ফুলিঙ্গের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, দুপুর ১২টার দিকে বৈদ্যুতিক ট্রান্সমিটার থেকে সৃষ্ট আগুনের স্ফুলিঙ্গ ছিটকে নিচে লেপ তোশকের দোকানে গিয়ে পড়ে। তখন ওই দোকানে থাকা তুলা ও নারিকেলের ছোবড়ায় আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন তীব্র আকার ধারণ করে এবং আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের মধ্যে থাকা মহিউদ্দিন মহি দগ্ধ হয়ে মারা যান। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১০ ডিসেম্বর ॥ মঙ্গলবার সকাল ৯টার দিকে আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফেরদৌস আলম (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার মহাদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস আলম আত্রাই উপজেলার মহাদীঘি গ্রামের মৃত মফিজ উদ্দিনের পুত্র। ১৪ ভারতীয় আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড, পশ্চিম জোন, মংলা। মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে এফবি মা-আম্বিয়া-০২ নামক একটি ভারতী ট্রলারসহ ওই জেলেদের আটক করা হয়। এ সময় ট্রলারে থাকা ১ হাজার ২শ’ ২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, মাছ ধরার জাল ও দড়ি জব্দ করেছে কোস্টগার্ড। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়। ২০ মণ জাটকা ইলিশ জব্দ নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ১০ ডিসেম্বর ॥ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে ২০ মণ ইলিশের পোনা (জাটকা) জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার রাত ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা। মঙ্গলবার দুপুরে জব্দকৃত ইলিশ স্থানীয় অসহায়, হতদরিদ্র ও এতিমাখানায় বিতরণ করা হয়েছে। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমান জানান, অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চলের বেতুয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। কলাপাড়া নিজস্ব সংবাদদাতা কলাপাড়া, পটুয়াখালী থেকে জানান, কলাপাড়ার শেখ কামাল সেতুর সংযোগস্থলে একটি ট্রাক থেকে ৭৫ মণ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান মঙ্গলবার বিকেলে ট্রাক তনু পরিবহন আটকে এ পরিমাণ জাটকার চালান জব্দ করেন। তিনি নিশ্চিত করেন এ জাটকা মহিপুর থেকে ঝিনাইদহ চালান করা হচ্ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান। সামুদ্রিক মাছের সঙ্গে কোন সঙ্কেতবিহীন ডোল করে এ জাটকা ইলিশ চালান করা হচ্ছিল। বঙ্গবন্ধু ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী কলেজের ১০তলা বিশিষ্ট বঙ্গবন্ধু একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজের দক্ষিণ-পূর্বপাশে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র। এই ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৯ লাখ টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান। অন্যদের মাঝে রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ ইলিয়াছ উদ্দিন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিসুজ্জামান মানিক, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. নাজনিন সুলতানা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শিখা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সদর উপজেলার মুক্তারপুরে পঞ্চসার মৌজার অধিগ্রহণকৃত বিভাগীয় অফিস ভবন নির্মাণের ভূমি থেকে অবৈধ দখলদার স্থাপনা, বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভেক্যু ব্যবহার করে গুঁড়িয়ে দেয়া হয় অবৈধ সব স্থাপনা। এস্টেট ও আইন কর্মকর্তা (সওজ) যুগ্ম সচিব মাহবুবুর রহমান ফারুকী এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর উচ্ছেদ অভিযানটি পরিচালনা করেন। অভিযানে বিভাগীয় অফিস ভবনের সাড়ে ১৫ শতাংশ জমি উদ্ধার ছাড়াও মুক্তারপুর এবং মুক্তারপুর পেট্রোল পাম্পের আশপাশ এলাকার বহু অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়।
×