ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১২০ মণ জাটকা এতিমখানায়

প্রকাশিত: ০৯:১৪, ১১ ডিসেম্বর ২০১৯

১২০ মণ জাটকা এতিমখানায়

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ১০ ডিসেম্বর ॥ জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনের চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেনের নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী সোমবার রাতে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে দুটি ফিশিং ট্রলারসহ ১২০ মণ জাটকা ইলিশ আটক করেছেন। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতের আদেশে আটককৃত জাটকা ৩৯টি এতিম খানা, মাদ্রাসা ও চার শ’ দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করা হয়। ধানের মূল্য বৃদ্ধির দাবি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী, ১০ ডিসেম্বর ॥ ধানের মূল্য বৃদ্ধির দাবিতে কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কৃষকরা। মঙ্গলবার দুপুরে কলাপাড়া পৌরশহরে বিক্ষোভ মিছিল শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন কৃষকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কৃষিমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বালিয়াতলী ইউপি চেয়ারম্যান এবিএম হুমায়ূন কবির। স্মারকলিপিতে কৃষকরা উল্লেখ করেছেন, আট বিঘা জমি চাষাবাদ করতে কীটনাশক, রোপণ, সার প্রয়োগ, কাট ও মাড়াইসহ ৪৫ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। এরপর এতে উৎপাদন হয় ৮০ থেকে ১০০ মণ ধান। বর্তমানে ধানের মণ বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়। ফলে ধান বিক্রি করে ৫০ থেকে ৫৫ হাজার টাকা পায় কৃষকরা। এ কারণে কৃষক দিনদিন ধান চাষে আগ্রহ হারিয়ে ফেলছে।
×