ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আশাশুনিতে সড়ক মেরামত দাবি

প্রকাশিত: ০৯:১৪, ১১ ডিসেম্বর ২০১৯

আশাশুনিতে সড়ক মেরামত দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ ৯৫ সালের ১৬ মে জলোচ্ছ্বাসে ভেঙ্গেছিল আশাশুনি উপজেলার বলাবাড়িয়া দয়ারঘাট স্লুইসগেট ও বেড়িবাঁধ। টানা আড়াই বছর পানিতে প্লাবিত ছিল কয়েকটি গ্রাম। এর পর রিংবাঁধ দিয়ে নদীর পানি ঠেকানো হলেও জলাবদ্ধতায় নষ্ট হওয়া রাস্তা আর ঠিক হয়নি। এই অবস্থায় প্রায় ৩ কিলোমিটার রাস্তা পড়ে আছে গত ২৪ বছর ধরে। গ্রামে বসবাসরত ৫শ’ পরিবারের উপজেলা সদরে যাতায়াতের একমাত্র পথ একটি চিংড়ি ঘেরের বেড়িবাঁধ। বর্ষায় ডুবে যায় এই ঘেরের রাস্তা। এই কাঁদাপানি মাড়িয়ে গ্রামবাসীসহ স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের আসতে হয় উপজেলা সদরে। আশাশুনি উপজেলা সদরের উত্তর বলাবাড়িয়া গ্রামটি যেন একটি বিচ্ছিন্ন দ্বীপ। আশাশুনি সদর উপজেলার উত্তর বলাবাড়িয়া গ্রামের ছেলেমেয়েদের এই ৩ কিলোমিটার রাস্তা কাদা-পানি ঠেলে আশাশুনি সরকারী প্রাথমিক স্কুলে আসতে হয়। এই বাঁধের রাস্তায় কোন যানবাহন চলে না। সরু চলাচলের রাস্তা শুধু হাঁটার জন্য। এই এলাকার শতাধিক শিক্ষার্থী আশাশুনির বিভিন্ন স্কুল ও কলেজে লেখাপড়া করতে আসে এই রাস্তা ধরে। বৃষ্টি, জলাবব্ধতা আর ঘেরের উপচে পড়া পানিতে এই রাস্তাজুড়ে থাকে কাদা পানি। আর এই অবস্থা থেকে মুক্তি পেতে শিশু শ্রেণীতে পড়ুয়া আশাশুনির সদর উপজেলার উত্তর বলাবাড়িয়া গ্রামের সৈকত সোমবার সন্ধ্যায় আশাশুনি উপজেলা চত্বরে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তাফা কামালের কাছে রাস্তা মেরামতের জন্য আবেদন তুলে ধরে।
×