ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বগুড়ায় রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৯:১৩, ১১ ডিসেম্বর ২০১৯

বগুড়ায় রেলের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ মঙ্গলবার বগুড়ায় রেলওয়ের জায়গা থেকে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের ভূসম্পত্তি বিভাগ সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অবৈধভাবে নির্মিত বেশ কিছু দোকান ভেঙ্গে দেয়া হয়। রেলের ভূসম্পত্তি বিভাগ জানিয়েছে, রেলের জায়গায় নির্মিতব্য কল্যাণ ট্রাস্টের মার্কেট এলাকায় নকশা বহির্ভূত ও অনুমোদন ছাড়া দোকান নির্মাণ করার কাজ চলছিল। ইতোপুর্বে তাদের নোটিস দেয়া হয়। গত ১৯ নবেম্বর প্রথম দফা অভিযানে সেখানকার কিছু দোকান উচ্ছেদ করা হয়। মঙ্গলবার দ্বিতীয় দফা অভিযানে আরও ৩৭টি পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় কৃষি মার্কেট সংলগ্ন স্থানেও বেশ কিছু জায়গা অবৈধ দখল মুক্ত করা হয়। এ ছাড়া প্রধান সড়কের পাশে বিসমিল্লাহ ফল ভা-ার নামে একটি দোকানের পিছনের বর্ধিত অংশ ভাঙ্গা হয়। গোপালগঞ্জ আওয়ামী লীগের সম্মেলন স্থগিত নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১০ ডিসেম্বর ॥ আগামী ১৩ ডিসেম্বর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। সোমবার রাতে জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত এক প্রেস-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান ইতোমধ্যে সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত সকলকে অবহিত করেছেন। তবে কি কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছুই জানা যায়নি। জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইলিয়াস হক জানিয়েছেন, পরবর্তীতে যে কোন সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।
×