ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মিয়ানমারের বিচারে সব সহায়তার ঘোষণা নেদারল্যান্ডস ও কানাডার

প্রকাশিত: ১৩:৫৯, ১০ ডিসেম্বর ২০১৯

মিয়ানমারের বিচারে সব সহায়তার ঘোষণা নেদারল্যান্ডস ও কানাডার

জনকণ্ঠ ডেস্ক ॥ আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের গণহত্যার অভিযোগের ক্ষেত্রে গাম্বিয়াকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে নেদারল্যান্ডস ও কানাডা। সোমবার দুই দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব সম্প্রদায়ের কাছে জবাবদিহিতা প্রতিষ্ঠা এবং বিচারহীনতা প্রতিরোধের স্বার্থে গাম্বিয়াকে সব ধরনের সহযোগিতা দেয়ার ইচ্ছা প্রকাশ করছে কানাডা ও নেদারল্যান্ডস। খবর ইয়াহু নিউজের। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) মঙ্গলবার মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের শুনানি শুরু হচ্ছে। রাখাইন রাজ্যে জাতিগত নিধনের উদ্দেশ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতনের বিরুদ্ধে জাতিসংঘের ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। নেদারল্যান্ডস ও কানাডার বিবৃতিতে বলা হয়, ‘গণহত্যা কনভেনশনের মাধ্যমে এর স্বাক্ষর দাতারা গণহত্যার অপরাধ প্রতিরোধ এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণে সমস্ত মানবতার জন্য উদ্বেগজনক ঘটনা হিসেবে আইসিজেতে গাম্বিয়াকে সমর্থন দেয়াকে বাধ্যবাধকতা হিসেবে মনে করছে কানাডা ও নেদারল্যান্ডস।
×