ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাদলের আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মোছলেম

প্রকাশিত: ১৩:৩২, ১০ ডিসেম্বর ২০১৯

বাদলের আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মোছলেম

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মোছলেম উদ্দিন আহমেদ। তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি। সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভায় সর্বসম্মতিক্রমে তাকে মনোনয়ন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বৈঠকে কয়েকটি উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার একক প্রার্থী চূড়ান্ত করা হয়। গত ৭ নবেম্বর ভোরে ভারতের ব্যাঙ্গালুরুতে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের কার্যকরী সভাপতি মইন উদ্দিন খান বাদল। পরে আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ১ ডিসেম্বর এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তসফিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ আগামী ১২ ডিসেম্বর। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২২ ডিসেম্বর। নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি। প্রয়াত মইন উদ্দিন খান বাদলের স্ত্রী সেলিনা খানসহ ১৯ জন এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। গতকালের বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়া হয়। বাদলের স্ত্রী ছাড়াও এ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশীর সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু তাহের, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আবদুল কাদের সুজন, মোঃ ইমরান, এ টি এম আলী ইয়াজ খান, এম এম কফিল উদ্দিন, মুজিবুর রহমান, দিলারা ইউসুফ, মোঃ পারভেজ হাসান মান্নান, বিজয় কুমার চৌধুরী, রাশেক রসুল খান, মোঃ রাশেদুল হাসান, মোঃ আইয়ুব খান ও জোবাইরা নার্গিস। মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দীন আহমেদ ১৯৬৯ সালে চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি ও পরে চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালে চট্টগ্রাম শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে ১৯৭২ সালে ছাত্রলীগ চট্টগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বাবুর মৃত্যুর পর মোছলেম উদ্দিন আহমেদ সাত বছর ধরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। সোমবারের বৈঠকে অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, ডাঃ দীপু মনি, রাশিদুল আলম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব) ফারুক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
×