ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এই সময়ের অভিনেতা ইমরান হাসো

প্রকাশিত: ১২:৩৯, ১০ ডিসেম্বর ২০১৯

এই সময়ের অভিনেতা ইমরান হাসো

স্টাফ রিপোর্টার ॥ ইমরান হাসো এই সময়ের অত্যন্ত সম্ভাবনাময় একজন অভিনয়শিল্পী। নিয়মিতভাবে মঞ্চনাটকে অভিনয়ের পাশাপাশি অসংখ্য টিভি নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন। প্রতিনিয়ত নতুন নতুন কাজে সম্পৃক্ত হচ্ছেন। নওগাঁর পতœীতলার সন্তান ইমরান হাসো কমেডি চরিত্রে অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কমেডি চরিত্রের অভিনেতা হিসেবেই সমধিক পরিচিতি। রঙ্গনা নাট্যগোষ্ঠীর কর্মী ইমরান হাসো ‘শত নারী এক পুরুষ’ এবং ‘কালের সাক্ষী’ নাটকের ১২টি মঞ্চায়নে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন। মঞ্চ এবং টিভি নাটকের পাশাপাশি ২০১৭ সাল থেকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন ইমরান হাসো। পরিচালক শফিক হাসানের ‘বাহাদুরী’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার যাত্রা শুরু। এরপর গাজী জাহাঙ্গীর পরিচালিত ‘প্রেমের বাঁধন’ চলচ্চিত্রে কমেডি চরিত্রে অভিনয় করেন। ইস্পাহানি আরিফ জাহানের ‘নায়ক’ চলচ্চিত্রে বাপ্পী চৌধুরীর সঙ্গে অভিনয় করেন। মিজানুর রহমান মিজানের ‘তোলপাড়’ চলচ্চিত্রে আলাদা গেটাপে অভিনয় করে সবার নজর কাড়েন। পাশাপাশি শ্রাবণ শাহের টেলিফিল্ম ‘বাউ-ুলে’, আখতারুল আলম তিনুর পরিচালনায় ‘ব্লাকফোর্স’ শবনম পারভীনের পরিচালনায় ‘হুরমতি’, শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ নাঈম ইমতিয়াজ নিয়ামুলের ‘জ্যাম’, উত্তম আকাশের ‘প্রেম চোর’, বদিউল আলম খোকনের ‘আগুন’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। ইমরান হাসো অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ইফতেখার ইফতি ‘পিরিতপুর’, মেহেদী হাসান হৃদয়ের ‘রসের হাঁড়ি’, নিয়াজ মাহবুবের ‘জলকুমারী, জুয়েল হাসানের ‘মদন কুমার’, ‘পুলিশের বড় ভাই’, ‘তামিল দ্য হিরো’, এস এম শাহীনের ‘বোকা জামাই’, বর্ণ নাথের ‘মেন্টাল লাভার’, পারভেজ আমিনের ‘আগুন পাখি’, শামস করিমের ‘হোসেন ভাইয়ের দোকানে আসা মানুষজন’, জি এম সি সোহানের ‘বাউ-ুলে’, রোহান মাহমুদের ‘আবেগী ভালবাসা’, কামরুজামান পুতুলের ‘গোপন বউ’, সাজ্জাদ হোসেন দোদুলের ‘ছায়াবিবি’, হিমে হাফিজের ‘খামারি’, রাজ কামালের ‘স্বদেশ প্রেম’ প্রভৃতি। কাজী ইলিয়াস কল্লোলের কোকোলা টি-টাইম বিস্কুট এবং বুলবুল বিশ্বাসের বাংলালিংকের ওভিসির মডেল হোন। মঞ্চকর্মী ইমরান হাসো বিএফডিসিতে যৌথ প্রযোজনা নিয়ে আন্দোলনে খালি গায়ে বুকে পিঠে নূর হোসনের মতো ‘যৌথ প্রতারণা বন্ধ কর’ এবং রোহিঙ্গাদের নিয়ে মানববন্ধনে খালি গায়ে ‘স্টপ কিলিং ইন মিয়ানমার’ লিখে আলোচিত হোন। বর্তমানে থিয়েটার এ্যান্ড মিডিয়া স্টাডিজ নিয়ে অনার্সে পড়াশোনা করছেন। তার স্বপ্ন বড় অভিনেতা হবেন। আগামীকাল ১১ ডিসেম্বর বুধবার এই অভিনেতার জন্ম দিন। কাজের প্রতি নিষ্ঠা এবং সততার মাধ্যমে ইমরান হাসো তার স্বপ্ন পুরণের পথে এগিয়ে যাবেন। তার জন্য শুভ কামনা।
×