ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস স্টার হলেন ইন্দ্রানী দাশ নিশি

প্রকাশিত: ১২:৩৮, ১০ ডিসেম্বর ২০১৯

ক্যাম্পাস স্টার হলেন ইন্দ্রানী দাশ নিশি

সংস্কৃতি ডেস্ক ॥ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে গত ৬ ডিসেম্বর শুক্রবার ‘আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। ডাবর বাংলাদেশ এবং স্যাটেলাইট চ্যানেল আরটিভির যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় দেশের ২৬টি সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করেন। একইসঙ্গে নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা আটজনকে নিয়ে এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। ‘আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্দ্রানী দাশ নিশি। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে ব্র্যাক ইউনিভার্সিটির উম্মে হাবিবা বর্ষা এবং কলেজ অব হোম-ইকোনমিকসের স্বরূপী শায়লা বীথি। এছাড়া বেস্ট স্মাইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুমানা রওশন, বেস্ট হেয়ার শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির অনামিকা পিউ এবং বেস্ট স্কিন নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের দেবশ্রী অন্তরা রায় চৌধুরী বিজয়ী হন। চ্যাম্পিয়ন তিন লাখ টাকা এবং ভাটিকার পরবর্তী বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এই প্রতিযোগিতায় জুরি হিসেবে কাজ করেছেন সঙ্গীতশিল্পী কণা, অভিনেতা সজল এবং নাদিয়া। এছাড়া গ্র্যান্ড ফিনালের বিশেষ পর্বে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ফেরদৌস, মাসুমা নাবিলা, সঙ্গীতশিল্পী এস আই টুটুল। গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে ডাবর বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কান্ট্রি ম্যানেজার ব্রজেস কুমার, ব্র্যান্ড ম্যানেজার আবিদ মাহমুদ ও আবু ওবায়েদ ইমনসহ অনেকে। এছাড়া এক্সপ্রেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রামেন্দু মজুমদার, আরটিভির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি, ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু, প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব এবং বিপণন প্রধান সুদেব ঘোষসহ অন্য কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পুরস্কার প্রদানের পূর্বে সঙ্গীত শিল্পী ইমরান এবং নুসরাত ফারিয়ার অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নস্ এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক দায়িত্ব পালন করেছে বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশন।
×