ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদার মেডিক্যাল বোর্ডের রিপোর্ট নিয়ে ষড়যন্ত্র করছে সরকার ॥ খন্দকার মাহবুব

প্রকাশিত: ১১:১৪, ১০ ডিসেম্বর ২০১৯

খালেদার মেডিক্যাল বোর্ডের রিপোর্ট নিয়ে ষড়যন্ত্র করছে সরকার ॥ খন্দকার মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে মেডিক্যাল বোর্ডের রিপোর্ট নিয়ে সরকার ষড়যন্ত্র করছে। খালেদার মেডিক্যাল রিপোর্ট প্রস্তুত হলেও সেদিন তা আদালতে দাখিল করেনি এ্যাটর্নি জেনারেল। এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সোমবার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। খন্দকার মাহবুব আরও বলেন, এই সমাবেশ ও মানববন্ধন বিচার বিভাগের বিরুদ্ধে নয়। এটা এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আমরা ন্যায়বিচার চাই। বিচার বিভাগ থেকে আমাদের যে বিচার পাওয়ার কথা ছিল তা এ্যাটর্নি জেনারেলের কারসাজিতে পাচ্ছি না। সর্বোচ্চ আদালত মেডিক্যাল রিপোর্ট চেয়েছে। যথাসময়ে সেই রিপোর্টও এসেছে। কিন্তু এ্যাটর্নি জেনারেল আদালতে সেটা উপস্থাপন না করে অত্যন্ত জঘন্যভাবে বলে গেছেন রিপোর্ট আসে নাই। আমি মনে করি তিনি সর্বোচ্চ আদালতের প্রতি অবমাননা করেছেন। আমরা এখনও বিশ্বাস করি আমাদের বিচার বিভাগ, বিশেষ করে সুপ্রীমকোর্ট ন্যায়বিচার করবেন। আইনের শাসন কায়েম থাকবে। এ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে মেডিক্যাল বোর্ডের রিপোর্ট দেয়া নিয়ে সরকার ষড়যন্ত্র করছে। এ অনুষ্ঠান থেকে বুধবার বিকেল ৪টায় আইনজীবী সমাবেশের কর্মসূচী ঘোষণা করা হয়।
×