ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএ গেমসের আর্চারিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

প্রকাশিত: ০০:৫৬, ৯ ডিসেম্বর ২০১৯

এসএ গেমসের আর্চারিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

অনলাইন ডেস্ক ॥ প্রথমবারের মতো ১০টি ইভেন্টের সবকটিতে সোনা জিতে সবাইকে অবাক করে দিয়েছে বাংলাদেশ। আগের দিন আর্চারিতে ৬টি ইভেন্টের সবকটিতে সোনা জিতেছিল বাংলাদেশ। সোমবারও দিনের বাকি চারটি ইভেন্টে এসেছে সোনার পদক। নেপালের পোখারায় শুরু থেকে ছিল লাল-সবুজ প্রতিনিধিদের আধিপত্য। মেয়েদের কম্পাউন্ড এককে সোনা জিতেছেন সুমা বিশ্বাস। পদক জয়ের লড়াইয়ে তিনি হারিয়েছেন শ্রীলঙ্কান প্রতিযোগীকে। ছেলেদের কম্পাউন্ড এককের ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন সোহেল রানা। মেয়েদের রিকার্ভ এককে সাফল্য ইতি খাতুনের। ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে সোনার পদক জিতেছেন এই আর্চার। ছেলেদের রিকার্ভ এককে আধিপত্য টোকিও অলিম্পিকে জায়গা করে নেওয়া রোমান সানার। ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন রোমান। এ নিয়ে বাংলাদেশের ঝুলেতে জমা পড়লো ১৮টি সোনার পদক। ২০১০ সালের ঢাকা গেমসেও এসেছিল ১৮টি সোনা।
×