ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ হতো না ॥ পূর্তমন্ত্রী

প্রকাশিত: ১০:২৭, ৯ ডিসেম্বর ২০১৯

 বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ হতো না ॥ পূর্তমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৮ ডিসেম্বর ॥ গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে, এই বাংলার জন্ম হতো না। হতো না স্বাধীন বাংলাদেশের। বঙ্গবন্ধু বাঙালী জাতির অহঙ্কার। বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর বিকল্প কোন নেতা আর আসবে না। তার জন্যই আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। দেশ ও জাতির জন্য বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল তা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে। আর সে স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি বাংলাদেশ চেয়ে ছিলেন। বঙ্গবন্ধুর রক্ত যার ধমনীতে বহমান, বঙ্গবন্ধুর ডাকে যারা মুক্তিযুদ্ধে সাড়া দিয়েছিলেন, তাদের উজার করা ভালবাসা দিয়ে অবনত চিত্তে শ্রদ্ধা করা কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারেন, অন্য কেউ নয়। মন্ত্রী রবিবার সকালে ৮ ডিসেম্বর পিরোজপুর হানাদার মুক্ত দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
×