ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাল থেকে কানাডায় প্রশান্ত কর্মকারের চিত্রকর্ম প্রদর্শনী

প্রকাশিত: ০৯:৫১, ৯ ডিসেম্বর ২০১৯

  কাল থেকে কানাডায় প্রশান্ত কর্মকারের চিত্রকর্ম প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ তরুণ প্রজন্মের প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পী প্রশান্ত কর্মকার বুদ্ধ। চিত্রকর্ম সৃজনে নিরন্তর সাধনায় মগ্ন এই চিত্রকর। রং আর রেখায় নিত্যনতুন বিষয়ের অভিমুখে ধাবিত হয় তার ক্যানভাস। দেশের মাটিতে এ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে শিল্পীর ৩২টি একক চিত্রকলা প্রদর্শনী। এবার দেশের সীমা পেরিয়ে বিদেশের অনুষ্ঠিত হচ্ছে তেত্রিশতম শিল্পায়োজনটি। কাল মঙ্গলবার থেকে কানাডার ওন্টারিওর গ্র্যাঞ্জ গ্যালারিতে শুরু হচ্ছে এই প্রদর্শনী। শিরোনাম ‘ওপেন ডোর’। এ প্রসঙ্গে প্রশান্ত কর্মকার বুদ্ধ জনকণ্ঠকে বলেন, দেশের ভেতর অসংখ্য প্রদর্শনী হলেও এই প্রথম বিদেশের মাটিতে আমার একক চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। কাল মঙ্গলবার কানাডার ওন্টারিওর গ্র্যান্ড গ্যালারিতে ১৩ দিনব্যাপী এ প্রদর্শনীর সূচনা হবে। আন্তর্জাতিক পরিসরে প্রদর্শনী হওয়ায় স্বাভাবিকভাবেই এক ধরনের ভাললাগা কাজ করছে মনে। আমি নিজেও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে চেয়েছিলাম। কিন্তু বড় ভাই প্রখ্যাত শিল্পী কালিদাস কর্মকারের আকস্মিক মৃত্যুতে ভিসার জন্য আবেদনসহ আনুষঙ্গিক কাজগুলো করা হয়নি। তাই যাওয়া হচ্ছে। কথা প্রসঙ্গে এই চিত্রকর বলেন, ঢাকাতে আমার প্রদর্শনীর ছবি দেখে কানাডার ওই গ্যালারি কর্তৃপক্ষের ভাল লেগেছিল। সেই সুবাদে তাদের গ্যালারিতে প্রদর্শনীতে করার জন্য আমাকে ছবি পাঠানোর আমন্ত্রণ জানায়। বিবিধ বিষয়ে ছবি এঁঁকেছেন শিল্পী। আছে বিচ্ছুরিত সূর্যালোকের মাঝে ধ্যানমগ্ন আসনে গৌতম বুদ্ধের প্রতিকৃতি। আরেকটি ক্যানভাসে বৃত্তাকারভাবে কেন্দ্রীভূত হয়েছে অনেকগুলো নৌকা। ঘাটে ভেড়া নৌকাগুলোর কেন্দ্রবিন্দু থেকে আকাশপানে উড়ছে লাল-সবুজের পতাকা। নৌকানির্ভর ওই উড়ন্ত পতাকার আশ্রয়ে প্রতীকীভাবে প্রকাশিত হয়েছে সম্মিলিত মানবিক সংহতি। নদীমাতৃক বাংলাদেশ থেকে মুক্ত বিশ্বের প্রতীক হিসেবে সাধু-সন্তুদের মুখচ্ছবি উঠে এসেছে শিল্পীর ক্যানভাসে। পাশাপাশি কিছু চিত্রকর্মে পুরনো ঘর, পুরনো দালান, পুরনো দরজার সঙ্গে সংযুক্ত হয়েছে মানব অবয়ব। প্রাচীন অবকাঠামোর সঙ্গে মানুষের সম্মিলনে ঘটেছে শিল্পীর আপনার ভাবনার প্রকাশ। এ্যাক্রেলিক মাধ্যমে চিত্রিত ৯টি চিত্রকর্মের সঙ্গে ১৫টি ছাপচিত্রে সাজানো এ প্রদর্শনী ১০ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ২২ ডিসেম্বর।
×