ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কেএসআরএম ও আইএবির মধ্যে সমঝোতা চুক্তি

প্রকাশিত: ০৯:১৩, ৯ ডিসেম্বর ২০১৯

 কেএসআরএম ও আইএবির মধ্যে সমঝোতা চুক্তি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ কেএসআরএম ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস্ বাংলাদেশের (আইএবি) মধ্যে ১০ বছর মেয়াদী সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি আইএবি সেন্টারে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ভবিষ্যত স্থপতিদের জন্য ‘কেএসআরএম এ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস্, বেস্ট আন্ডারগ্র্যাজুয়েট থিসিস’ নামে একটি এ্যাওয়ার্ড চালু করা হবে। এর মাধ্যমে স্থাপত্য শিল্প বিভাগের মেধাবী শিক্ষার্থীরা তাদের পেশাগত জীবন শুরুর আগেই নিজেদের প্রতিভা প্রমাণ করার সুযোগ পাবে। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার জাহান ও আইএবির সভাপতি স্থপতি জালাল আহমদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান, ব্র্যান্ড বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মনিরুজ্জামান রিয়াদ, সিনিয়র কর্মকর্তা আবু সুফিয়ান ও প্রোগ্রাম সমন্বয়ক স্থপতি আরেফিন ইব্রাহিম প্রমুখ। কর্মসূচীর মাধ্যমে কেএসআরএম ও আইএবি যৌথভাবে ভবিষ্যত স্থপতিদের জন্য কেএসআরএম এ্যাওয়ার্ড চালু করবে।
×