ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ০৯:১২, ৯ ডিসেম্বর ২০১৯

 আন্তর্জাতিক নারী  নির্যাতন প্রতিরোধ  পক্ষ উপলক্ষে  আলোচনা সভা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (নবেম্বর ২৫-ডিসেম্বর-১০) ২০১৯ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে রবিবার বেলা ১১টায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে এবং সিদ্ধেশ^রী গালর্স কলেজের সহযোগিতায় কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধেশ্বরী গালর্স কলেজের অধ্যক্ষ জনাব কানিজ মাহমুদা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগম এডভোকেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক কাজল ইসলাম এনডিসি (অতিরিক্ত সচিব)। এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক জি.এম. রফিকুল ইসলাম (উপ সচিব), উপ পরিচালক তাহমিনা সুলতানা (উপ সচিব), উপ পরিচালক তাহসিনা বেগম (সিনিয়র সহকারী সচিব) এবং কলেজের শিক্ষকবৃন্দ। সিদ্ধেশ্বরী গালর্স কলেজের প্রায় ৬০০ ছাত্রীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন নারী নির্যাতন প্রতিরোধে বর্তমান সরকার অনেক আইন প্রণয়ন করেছেন। প্রত্যেক নারীকে নিজের অধিকার সম্পকে সচেতন হতে হবে এবং আইন সম্পর্কে জানতে হবে। তাহলে সমাজে নারী নির্যাতন হ্রাস করা সম্ভব। -বিজ্ঞপ্তি
×