ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

১১ দফা দাবিতে ৯ পাটকলে শ্রমিক সমাবেশ, কাল থেকে আমরণ অনশন

প্রকাশিত: ০৯:১১, ৯ ডিসেম্বর ২০১৯

 ১১ দফা দাবিতে ৯ পাটকলে শ্রমিক  সমাবেশ, কাল থেকে আমরণ অনশন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পাট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি ও বেতন পরিশোধসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচী পালন করেছে শ্রমিকরা। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ- নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে ছয়দিনের কর্মসূচীর ৫ম দিনে রবিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকায় রাষ্ট্রায়ত্ত পাটকলে এ কর্মসূচী পালন করে প্রায় অর্ধলাখ শ্রমিক-কর্মচারী। দাবি বাস্তবায়ন না হলে কাল মঙ্গলবার দুপুর থেকে স্ব স্ব মিল গেটে আমরণ অনশন কর্মসূচী পালন করবে শ্রমিকরা। রবিবার সকাল ৯টায় খালিশপুর শিল্প এলাকার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন এবং নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই জুট মিলের শ্রমিকরা নিজ নিজ কর্মস্থল ত্যাগ করে। সকাল সাড়ে ৯টায় স্ব স্ব মিল গেটে সমবেত হয়। পরে খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার শ্রমিকরা বিক্ষোভ করে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত মিলের উৎপাদন সম্পূর্ণ বন্ধ রেখে এ কর্মসূচী পালন করে শ্রমিকরা। কর্মসূচী চলাকালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। খালিশপুরের ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দিঘলিয়ার স্টার জুট মিল গেটে অনুষ্ঠিত পৃথক সমাবেশে বক্তৃতা করেন, রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ ননসিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মোঃ মুরাদ হোসেন, মোঃ সোহরাব হোসেন, প্লাটিনাম মিলের সিবিএ সভাপতি শাহানা সারমিন প্রমুখ।
×