ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রাবিতে দুই দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ছবিমেলা’র সমাপনী

প্রকাশিত: ০৯:০৩, ৯ ডিসেম্বর ২০১৯

রাবিতে দুই দিনব্যাপী ‘বঙ্গবন্ধু ছবিমেলা’র সমাপনী

রাবি সংবাদদাতা ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে ‘বঙ্গবন্ধু ছবিমেলা’। শনিবার চারুকলা অনুষদ প্রাঙ্গণে আয়োজিত দুই দিনব্যাপী ‘পিতার ভাবনার সোনার বাংলা’ শীর্ষক এই আর্টক্যাম্পের সমাপনী অনুষ্ঠিত হয়। শুক্রবার ‘হাসুমণি’র পাঠশালা’ আয়োজনে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, চারুকলা অনুষদের অধিকর্তা অধ্যাপক সিদ্ধান্ত শংকর তালুকদার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক জুনায়েদ হালিম, সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক, বিটিভির শিল্প বিভাগের পরিচালাক জাহিদ মোস্তফা, শিল্পী তরুণ ঘোষ প্রমুখ। হাসুমনির পাঠশালার সভাপতি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি বলেন, মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে দেশব্যাপী আটটি বিভাগে ছবিমেলা উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে দুটি বিভাগে এই মেলা উদযাপন করা হয়েছে। এবার রাজশাহীর বিভাগীয় কমিটি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এ আয়োজন করেছি। শনিবার অনুষদ প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নিয়েছে নগরী থেকে আসা স্থানীয় শিল্পীরাও। তাদের আঁকা ছবি দেখতে ভিড় জমিয়েছে অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাসের বাইরে থেকে আসা দর্শনার্থীরা। এমন আয়োজনে মুগ্ধ হয়েছেন সবাই। এর আগে শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন, ছবি কথা বলে। যা অস্ত্র, ভাষা দিয়ে পারা যায় না, তা ছবি পারে। শিল্প মানুষের মনকে প্রতিহিংসা, বিদ্বেষ থেকে বাঁচিয়ে রাখে। আপনারা আপনাদের শিল্পের মাধ্যমে মানুষের মনকে জাগিয়ে তুলবেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সারাজীবন যে পরিশ্রম করেছেন, দেশ ও মানুষের জন্য জীবনের অধিকাংশ জেলে অতিবাহিত করেছেন সেজন্য তিনি যুগ যুগ ধরে বেঁচে আছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ধারাবাহিকতা যেন আমরা অনুসরণ করি।
×