ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইরানের চলমান সমস্যার জন্য আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ দায়ী ॥ রাশিয়া

প্রকাশিত: ০০:২৫, ৮ ডিসেম্বর ২০১৯

ইরানের চলমান সমস্যার জন্য আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ দায়ী ॥ রাশিয়া

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের ওপর আমেরিকার প্রবল চাপ প্রয়োগ ও বেআইনি নিষেধাজ্ঞা এবং ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তোলার মার্কিন প্রচেষ্টার কারণে ইরানের চলমান সমস্যা তৈরি হয়েছে। ভূমধ্যসাগর বিষয়ক এক সংলাপে অংশ নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ল্যাভরভ। তিনি বলেন, ইরানের চলমান সমস্যার একটা বড় কারণ দেশটির ওপর আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগ। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া এবং সর্বোচ্চ চাপ প্রয়োগ সম্পূর্ণ বেআইনি বলেও ল্যাভরভ মন্তব্য করেন।তিনি বলেন, আমেরিকা এই প্রথমবার ইরানের বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেয়নি বরং এর আগেও এরকম নিপীড়নমূলক অনেক ব্যবস্থা নিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো একটি দেশের পক্ষ থেকে ‘বিশ্ব-মোড়ল’ ভাব দেখানোর দিন শেষ হয়ে গেছে। মার্কিন সরকার ২০১৮ সালের মে মাসে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে যায় এবং একই বছরের নভেম্বর তেহরানের ওপর আরোপিত সব মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করে।আন্তর্জাতিক অঙ্গনে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়।#
×