ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাদুঘরে ফরিদা জামানের শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন

প্রকাশিত: ১৩:৪৪, ৮ ডিসেম্বর ২০১৯

জাদুঘরে ফরিদা জামানের শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শিল্পী ড. ফরিদা জামানের ‘ফর দ্য লাভ অব কান্ট্রি’ শীঁষক একক শিল্পকর্ম প্রদর্শনী শুক্রবার উদ্ধোধন হয়। ছয় দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার। অনুষ্ঠানে মার্টিন ব্রেডলী রচিত একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার এ্যামবাসেডর জুলিয়া নিবলেট। সম্মানিত অতিথি ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, চারুকলা অনুষদের ডীন অধ্যাপক নিসার হোসেন, লেখক মার্টিন ব্রেডলী ও শিল্পী ফরিদা জামান। প্রদর্শনী উদ্বোধনের সময় প্রধান অতিথি মুস্তাফা মনোয়ার বলেন, ফরিদা জামানের শিল্পকর্মে গতানুগতিক ধারা উপজীব্য হলেও রং ও রেখার ব্যবহারের ভিন্নতার কারণে নতুন ধারা প্রবর্তিত হয়েছে। ফলে তার শিল্পকর্ম একটি নতুন ধারাকে প্রতিনিধিত্ব করে।
×