ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এভারটনে বিধ্বস্ত চেলসি

প্রকাশিত: ১১:৫৫, ৮ ডিসেম্বর ২০১৯

এভারটনে বিধ্বস্ত চেলসি

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও পরাজয়ের স্বাদ পেল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার এভারটনের কাছে ৩-১ গোলের বড় ব্যবধানে হেরেছে ব্লুজরা। পয়েন্ট টেবিলের শেষের দিকে থাকা এভারটনের হয়ে এদিন জোড়া গোল করেছেন কালভার্ট লিউইন। নিজেদের মাঠ গোডিসন পার্কে এদিন শুরু থেকেই দুর্দান্ত খেলে এভারটন। প্রথমার্ধের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। দারুণ এক গোলে স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসান রিচার্লিসন। প্রথমার্ধে আর কোন গোল না হলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি। বিরতির পরও দুর্দান্ত এভারটন। ৪৯ মিনিটে স্বাগতিকদের গোল ব্যবধান দ্বিগুণ করেন কালভার্ট লিউইন। তবে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে গোল করে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন কোভাসিচ। কিন্তু দ্বিতীয়ার্ধের পরের সময়টাতে আর কোন গোলের দেখা পায়নি সফরকারী চেলসি। বরং ম্যাচ শেষের ৬ মিনিট আগে চেলসির জালে ব্যক্তিগত দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করে এভারটনকে দারুণ এক জয় উপহার দেন কালভার্ট লিউইন। কম বয়সী খেলোয়াড় কেনার ক্ষেত্রে নিয়ম বহির্ভূত কাজ করায় দুই ট্রান্সফার মৌসুমের জন্য চেলসিকে নিষিদ্ধ করেছিল ফিফা। তবে চেলসির করা আপীলের প্রেক্ষিতে শুক্রবারই সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)। অতীতে অনুর্ধ-১৮ বছর বয়সী বিদেশী ফুটবলার কিনে ফিফার আইন ভঙ্গ করার অভিযোগে গত ফেব্রুয়ারিতে খেলোয়াড় কেনার ক্ষেত্রে দুই দল বদল বাজারে চেলসিকে নিষিদ্ধ করে ফিফা। এরপর এর ফিফার কাছে আপীল করেছিল ইংলিশ ক্লাবটি। কিন্তু আপীল খারিজ করে নিষেধাজ্ঞা বহাল রাখে ফিফা। পরে এ নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপীল করে চেলসি। সেই আপীলের প্রেক্ষিতেই শুক্রবার চেলসির ওপর দুই দল বদল বাজারের নিষেধাজ্ঞা কমিয়ে একটি করার সিদ্ধান্ত নেয় সিএএস। এর ফলে চলতি বছরের গ্রীষ্মকালীন দলবদলেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে। জানুয়ারির দল বদলে খেলোয়াড় কিনতে পারবে ইংলিশ এই ক্লাবটি।
×