ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দশ বছর পর ফাওয়াদ আলম

প্রকাশিত: ১১:৫৪, ৮ ডিসেম্বর ২০১৯

দশ বছর পর ফাওয়াদ আলম

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফ ফাওয়াদ আলমকে ডাকেন ‘ফাওয়াদ আমলা’! প্রোটিয়া তারকা হাশিম আমলার মতো তিনিও ঘরোয়া প্রথম শ্রেণীতে রানের বন্যা বইয়ে দিয়েছেন, করেছেন সেঞ্চুরির পর সেঞ্চুরি, গড়েছেন রেকর্ডের পর রেকর্ড। টেস্ট প্রত্যাবর্তনে ফাওয়াদের কেন দশ বছর লেগে গেল, সেটিই বড় প্রশ্ন। অস্ট্রেলিয়া সফরে চরম ভরাডুবির পর ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আলোচিত দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাদ পড়েছেন অলরাউন্ডার ইফতিখার আহমেদ। আর আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া যুব বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হয়েছেন তরুণ পেসার মুসা খান। পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক আজহার আলী। আছেন আসাদ শফিক, বাবর আজম, হারিস সোহেল, ইয়াসির শাহর মতো পরিচিত মুখ। ১১ ডিসেম্বর রওয়ালপিন্ডিতে শুরু পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। এর মধ্য দিয়ে দীর্ঘ এক দশক পর পাকিস্তানের মাটিতে ফিরছে টেস্ট ক্রিকেট। পাকিস্তান টেস্ট দল ॥ আজহার আলী (অধিনায়ক), বাবর আজম, আসাদ শফিক, ইমাম উল হক, শান মাসুদ, আবিদ আলী, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, ইয়াসির শাহ ও উসমান শিনওয়ারি।
×