ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরচারির ১০ ইভেন্টের ফাইনালেই বাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৪, ৮ ডিসেম্বর ২০১৯

আরচারির ১০ ইভেন্টের ফাইনালেই বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার কাঠমান্ডু নেপাল থেকে ॥ পোখারায় অনুষ্ঠিত এসএ গেমস আরচারিতে রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে নিজ দেশের তামিমুল ইসলামকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছেন রোমান সানা। সোমবার ভুটানের কিনলে শেরিংয়ের বিপক্ষে ফাইনাল খেলবেন তিনি। নারীদের রিকার্ভ এককের সেমিতে ইতি খাতুন ৬-০ সেট পয়েন্টে ভুটানের কারমাকে হারিয়ে ফাইনালে উঠেন। ভুটানের সুনাম দেমার বিপক্ষে ফাইনাল খেলবেন তিনি। ছেলেদের কম্পাউন্ড এককে সেমিফাইনালে সোহেল রানা নিজ দেশের অসীম কুমারকে ১৪৫-১৪৪ স্কোরে হারিয়ে ফাইনালে উঠেন। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ ভুটানের তানদিন দর্জি। নারীদের কম্পাউন্ড এককের সেমিফাইনালে শ্রীলঙ্কার থাকশিলাকে ১৪১-১৩৭ স্কোরে হারিয়ে ফাইনালে উঠেন সোমা বিশ্বাস। ফাইনালে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার করুনারতেœ। পুরুষদের রিকার্ভ দলগত বিভাগে নেপালকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। নারীদের রিকার্ভ দলগত বিভাগে নেপালকে ৬-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রিকার্ভ মিশ্র দলগত বিভাগে রোমান-ইতি জুটি নেপালের জুটিকে ৬-২ সেট পয়েন্ট হারিয়ে ফাইনালে উঠেছেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ ভুটান। ছেলেদের কম্পাউন্ড দলগত বিভাগে নেপালকে ২২৪-২১৫ স্কোরে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান। নারীদের মেয়েদের কম্পাউন্ড দলগত বিভাগে বাই পেয়ে সরাসরি ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে বাই পেয়ে সরাসরি ফাইনালে উঠেছে বাংলাদেশের সোহেল-সুস্মিতা জুটি। ফাইনালে তাদের প্রতিপক্ষ নেপাল। সাঁতারে দুই রৌপ্য ॥ কাঠমান্ডুর সাতদোবাদোতে সাঁতারে পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশের আরিফুল ইসলাম ২৮.৩৬ সেকেন্ড সময় নিয়ে এবং ৪০০ মিটার ইনডিভিজুয়াল মিডলেতে জুয়েল আহমেদ ৪ মিনিট ৪০.৮২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জেতেন। কুস্তিতে রিমির রৌপ্য ॥ কুস্তি ডিসিপ্লিনে রূপালি হাসি হেসেছে বাংলাদেশ। শনিবার নেপালের জানাকপুরে অনুষ্ঠিত এই ডিসিপ্লিনে নারীদের ৫৫ কেজি ওজন শ্রেণীতে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের রিমি সরকার। এই ইভেন্টে সোনা পেয়েছে স্বাগতিক নেপাল। অন্যদিকে একই ভেন্যুতে পুুরুষদের ৯৭ কেজি ওজন শ্রেণীতে ভারত স্বর্ণ ও পাকিস্তান রৌপ্য জিতলেও বাংলাদেশের রশিদ হাওলাদার ব্রোঞ্জপদক পেয়েছেন।
×