ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদের সহজ জয়

প্রকাশিত: ১১:৫৩, ৮ ডিসেম্বর ২০১৯

রিয়াল মাদ্রিদের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ স্প্যানিশ লা লিগায় অনায়াস জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার লস ব্ল্যাঙ্কোসরা ২-০ গোলে পরাজিত করেছে লীগ টেবিলের তলানির দিকে থাকা এস্পানিওলকে। ম্যাচ শুরুর ৩৭ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে প্রথম এগিয়ে দেন রাফায়েল ভারানে। এই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। এর পরের সময়টাতে আর কোন গোল না হলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল। তবে ৮৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ার কারণে ফারল্যান্ড মেন্ডি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। তথাপি জয় পেতে কোন সমস্যা হয়নি স্বাগতিকদের। রিয়াল মাদ্রিদের এটা টানা চতুর্থ জয়। এই জয়ের ফলে স্প্যানিশ লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জিনেদিন জিদানের দল। মৌসুমের প্রথম ১৫ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান স্প্যানিশ জায়ান্টদের। লীগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনা। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সংগ্রহে ৩১ পয়েন্ট। তবে রিয়ালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। শনিবার রাত ২টায় মাঠে নামে বার্সিলোনা। প্রতিপক্ষ মায়োর্কা। রিয়াল মাদ্রিদ ও বার্সিলোনার পর লীগ টেবিলের তিন নম্বরে অবস্থান সেভিয়ার। ১৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৩০ পয়েন্ট। রিয়াল মাদ্রিদের কাছে হারা এস্পানিওল আছে তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে। চলতি মৌসুমে মাত্র দুটি ম্যাচে জয়ের দেখা পায় এস্পানিওল। তাই আলাভেসকে হারানোর ম্যাচের ছয় পরিবর্তন নিয়ে এদিন এস্পানিওলের মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে প্রথম একাদশে সুযোগ পাননি গ্যারেথ বেল। গত কয়েকদিন ধরেই রিয়ালের অনুশীলনে অংশ নেননি ওয়েলস তারকা। জিম করে আবারও ফেরার লড়াই করতে হবে গ্যারেথ বেলকে। এই মৌসুমে ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন টটেনহ্যাম হটস্পারের সাবেক এই তারকা ফুটবলার। ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলোও। বেলের ইনজুরি নতুন কিছু না হলেও মার্সেলো এরই মধ্যে চারবার ছোটখাটো ইনজুরিতে ভুগেছেন। মার্সেলোনার সমস্যা কাফ মাসলে। তার ফেরার দিন-তারিখও নিশ্চিত করেনি রিয়াল। ধারণা করা হচ্ছে সময়ের সঙ্গে আপাতত পাল্লা দিচ্ছেন তিনি। পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও সময় দরকার হবে ব্রাজিলিয়ান লেফটব্যাকের। এর ফলে এল ক্ল্যাসিকোর আগে বড় ঝামেলায় পড়তে হচ্ছে জিনেদিন জিদানকে। কেননা, গ্যারেথ বেল, মার্সেলোর সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার বিপক্ষে ম্যাচে যে পাচ্ছেন না এ্যাডেন হ্যাজার্ডকেও। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) বিপক্ষে স্বদেশী থমাস মুনিয়েরের আঘাতে ছিটকে গিয়েছিলেন রিয়াল মাদ্রিদের এই বেলজিয়ান তারকা। তখন ধারণা করা হয়েছিল ডান পা কেটে যাওয়ার কারণে সপ্তাহ দুয়েকের মতো মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে বিভিন্ন প্রতিবেদনে আসা খবরে জানা যায়, দুইদিন আগে রিয়াল খেলোয়াড়দের ক্রিসমাস ডিনারে হ্যাজার্ড হাজির হয়েছিলেন ক্র্যাচে ভর করে। নতুন মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী ১৮ ডিসেম্বর বার্সিলোনার বিপক্ষে ম্যাচে খেলা হবে না হ্যাজার্ডের। ডান পায়ের গোড়ালিতে নতুন করে চোট পেয়েছেন হ্যাজার্ড।
×