ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারত-উইন্ডিজ দ্বিতীয় টি২০ আজ

আমি মারকুটে নই, বললেন কোহলি

প্রকাশিত: ১১:৪৮, ৮ ডিসেম্বর ২০১৯

আমি মারকুটে নই, বললেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ টি২০তে রেকর্ড চার সেঞ্চুরির মালিক রোহিত শর্মা। অথচ ছোট্ট ফরমেটের ক্রিকেটে একটিও সেঞ্চুরি নেই বিরাট কোহলির! একটুর জন্য এবারও সেটি হলো না। নাহ, দোষটা কোহলির নয়। স্কোরবোর্ডে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ আরেক কয়েকটা রান বেশি তুললে কী হতো? হায়দরাবাদে পরশু সফরকারীদের ২০৭ রান ভারত টপকে গেছে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে। কোহলির নামের পাশে তখন ৫০ বলে অপরাজিত ৯৪। হাঁকিয়েছেন সমান ৬টি করে চার ও ছক্কা। টি২০ ক্যারিয়ারে দ্রুত ১২তম বারের মতো ম্যাচসেরা হয়ে গড়েছেন নতুন রেকর্ড। তবে কোহলি বলেছেন রেকর্ড নয়, ভারতের জয়টাই মুখ্য। তার কাছ থেকে প্রথাগত মাসল নির্ভর ধুন্ধুমার সব শট দেখতে চাওয়া বোকামি বলেও জানিয়েছেন তিনি। থিরুভানাথাপুরামে আজই অনুষ্ঠিত হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০। মুম্বাইয়ে বুধবার তৃতীয় ও শেষ ম্যাচ। চেন্নাই, বিশাখাত্তম ও কটকে তিন ওয়ানডে যথাক্রমে ১৫, ১৮ ও ২২ ডিসেম্বর। বিরাট কোহলি বলেন, ‘তরুণ ব্যাটসম্যানদের বলব, আমার ইনিংসের প্রথম অর্ধেক অনুসরণ কর। আমি খুব বাজে ব্যাট করেছি তখন। আমি লোকেশ রাহুলের ওপর চাপ দিতে চাইনি কিন্তু আবার সেটা করতেও পারিনি। তবে এরপর হোল্ডারের ওভারটা পাওয়ায় ভাল হয়েছে। সেখান থেকেই আমি বুঝতে শুরু করি যে কী ভুলগুলো করছিলাম। বুঝতে পারছিলাম যে, আমি মারকুটে ব্যাটসম্যান নই। টাইমিং-ই আমার মূল শক্তি। তাই খেলার ধরন বদলে নেই। আমি তেমন কেউ নই, যে কি না আকাশে ভাসিয়ে বড় শট খেলার মাধ্যমে সবাইকে বিনোদন দিয়ে থাকে। মারকুটে ব্যাটিং করা আমার লক্ষ্যও নয়। দলের চাহিদা পূরণ করাই থাকে আমার প্রধান লক্ষ্য। সবসময়ই আমি জিততে চাই। ভারতের হয়ে প্রতিটি ম্যাচ জিততে চাই।’ হায়দরাবাদে এদিন এভিন লুইস (১৭ বলে ৪০) ও শিমরন হেটমায়ারের (৪১ বলে ৫৬) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৭ রানের বড় স্কোর গড়েছিল সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। জবাবে দলীয় ৩০ রানে রোহিত শর্মাকে (৮) হারায় ভারত। রাহুলের সঙ্গে যোগ দেন কোহলি। দুরন্ত-দুর্বার ব্যাটিংয়ে খেলায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন দু’জনে। দ্বিতীয় উইকেট জুটিতে মাত্র ৬২ বলে যোগ করেন ১০০ রান। ৪০ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৬২ রান করে আউট হন ওপেনিংয়ে নামা রাহুল। ২ ছক্কায় ৯ বলে ১৮ করে ফেরেন ঋষভ পন্থ। অনেকে ভেবেছিলেন প্রথম সেঞ্চুরিটা কোহলি বোধ হয় পেয়ে যাবেন। টি২০তে ইদানিং ব্যাটসম্যানরা প্রায়শ চারের চেয়ে ছক্কা বেশি হাঁকিয়ে থাকেন, সেখানে ভাবনাটা অমূলক নয়। কিন্তু কোহলির পরিষ্কার স্বীকারোক্তি তিনি ওই ধাঁচের নন। বিনোদনের ফেরি করা তার কাজ নয়। লক্ষ্য একটাই ভারতের জয়। ক্যারিয়ারের ৭৩তম ম্যাচে এদিন ১২তম বারের মতো ম্যাচসেরা হয়েছেন। ভেঙ্গে দিয়েছেন মোহাম্মদ নবীর রেকর্ড (৭৫ ম্যাচে ১২ বার ম্যাচসেরা)। ৯৯ টি২০তে ১১ বার ম্যাচসেরা হয়ে তাদের পেছনে সাবেক পাকিস্তান অলরাউন্ডার শহীদ আফ্রিদি। পরশু ম্যাচে আরও একটি মজার ঘটনা ঘটেছে। ১৬তম ওভারে কেসরিক উইলিয়ামসকে ছক্কায় উড়ানোর পর করেন ব্যতিক্রম ‘নোটবুক’ উদ্যাপন করেন কোহলি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে দেখা গিয়েছিল, উইলিয়ামস উইকেট পাওয়ার পর কল্পিত নোটবুক বের করে ব্যাটসম্যানের নাম লিখে রাখেন। হায়দরাবাদে উইলিয়ামসকে ছক্কা হাঁকিয়ে কোহলি করেন একই কাজ! গত ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় কোহলিকে আউট করার পর এভাবে উদ্যাপন করেছিলেন উইলিয়ামস, ‘জ্যামাইকায় আমাকে আউট করার পর উইলিয়ামস এই ভঙ্গিতে উদ্যাপন করেছিল। তাই আমিও ভাবলাম, এবার ওকে নোটবুকে বন্দী করা যাক। ম্যাচ শেষে যদিও দুজনই হাত মিলিয়েছি। ক্রিকেটে এমন হয়েই থাকে। তবে ম্যাচ শেষে প্রতিপক্ষকে সম্মান করতে হবে’- বলেন কোহলি। নিজের উদ্যাপন নিজেই ফিরে পাওয়ার ঘটনা উইলিয়ামসের ক্ষেত্রে অবশ্য এই প্রথম নয়। ক্যারিবিয়ান লীগেই তাকে এক ওভারে একাধিক বাউন্ডারি হাঁকিয়ে সেই উদ্যাপন ফিরিয়ে দিয়েছিলেন স্বদেশী চ্যাডউইক ওয়ালটন।
×