ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ

প্রকাশিত: ১১:৪৮, ৮ ডিসেম্বর ২০১৯

বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর আকাশ ডিটিএইচ

স্পোর্টস রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু বিপিএল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে আয়োজিত বিশেষ এই আসরটির উদ্বোধন করবেন আজ বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাত্র একদিন আগে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু বিপিএলের টাইটেল স্পন্সর ঘোষণা করেছে বিসিবি। এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেডের আকাশ ডিটিএইচ। বাংলাদেশের প্রথম ডাইরেক্ট-টু-হোম স্যাটেলাইট সার্ভিস প্রদানকারী আকাশ ডিটিএইচ। ২০১৬ সালে রিয়েল ভিইউ নামে শুরু করলেও গত বছর ১ অক্টোবর আকাশ ডিটিএইচ নামে যাত্রা শুরু করেই দেশব্যাপী সাড়া ফেলে দেয় এই স্যাটেলাইট টিভি চ্যানেল সম্প্রচারকারী প্রতিষ্ঠান। এবার বঙ্গবন্ধু বিপিএল টি২০ দিয়েই যাত্রা শুরু হচ্ছে তাদের ক্রিকেটে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, এবারের টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হয়েছে আকাশ ডিটিএইচ। আমাদের এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকায় আকাশ ডিটিএইচ ও বেক্সিমকো কমিউনিকেশন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।’ এ সময় জানানো হয় বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানসহ ম্যাচগুলো বিভাগীয় শহরগুলোয় এবং রাজধানী ঢাকা শহরের বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে আকাশ ডিটিএইচ।
×