ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সালমাদের স্বর্ণপদক জয়ের দিন আজ

প্রকাশিত: ১১:৪৮, ৮ ডিসেম্বর ২০১৯

সালমাদের স্বর্ণপদক জয়ের দিন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ আর একটি ম্যাচ জিতলেই হয়ে যাবে। দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) স্বর্ণ জিতে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সালমাবাহিনীর স্বর্ণ জেতার সেই দিন আজই। আসরের ফাইনাল ম্যাচ আজ। বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা নারী অনুর্ধ-২৩ ক্রিকেট দল। নেপালের পোখাড়ার রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সোয়া এগারোটায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি জিতলেই প্রথমবারের মতো এসএ গেমসে খেলতে নেমেই স্বর্ণ জয় করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টেস্ট খেলুড়ে দলগুলো এসএ গেমসে অনুর্ধ-২৩ দলে খেলছে। আর টেস্ট খেলুড়ে দলের বাইরে থাকা দলগুলো জাতীয় দলই খেলছে। শ্রীলঙ্কা দলটি টেস্ট খেলে। তাই তারা অনুর্ধ-২৩ দল পাঠিয়েছে। বাংলাদেশ জাতীয় দলের নারী ক্রিকেটাররাই খেলছেন। আর তাতে করে ফাইনাল ম্যাচ জয়ের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। দুই দল নিজেদের প্রথম ম্যাচটি পরস্পরের বিরুদ্ধেই খেলে। তাতে বাংলাদেশই বাজিমাত করে। ৭ উইকেটে জিতে বাংলাদেশ। এবার ফাইনালেও শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জেতার আশাই করা হচ্ছে। প্রথমবারেই সোনা জেতার প্রত্যাশাও অনেক আছে। আসরে লীগ পর্বে টানা তিন ম্যাচেই জিতেছে বাংলাদেশ। শুরুতে শ্রীলঙ্কাকে হারানোর পর নেপালকে ১০ উইকেটে উড়িয়ে দিয়েই ফাইনালে খেলা নিশ্চিত করে নেয়। লীগের শেষ ম্যাচটিতে মালদ্বীপকে ৬ রানে অলআউট করে দেয়। ২৪৯ রানের বড় জয়ও মিলে। সেই তুলনায় শ্রীলঙ্কা প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে হেরে যায়। দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২৪৯ রানে হারায়। তৃতীয় ম্যাচে স্বাগতিক নেপালকে ৪১ রানে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে। তবে মালদ্বীপকে বড় ব্যবধানে হারালেও বাংলাদেশ যেখানে ৬ রানে এবং নেপাল যেখানে মালদ্বীপকে ৮ রানে গুটিয়ে দিয়েছে, সেখানে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০ রান করে মালদ্বীপ। এখানে পার্থক্য বোঝা যাচ্ছে। মালদ্বীপকে দ্রুত অলআউট করা যায়নি। তার মানে বোলিংটা আহামরি নয়। আবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ১২২ রানের বেশি করতে পারেননি লঙ্কান ব্যাটাররা। তাতে করে ব্যাটিংটাও যে শ্রীলঙ্কার শক্তিশালী নয়, তাও বোঝা যাচ্ছে। যদি বাংলাদেশ ব্যাটাররা নিজেদের মেলে ধরতে পারেন, তাহলে জয় তুলে নেয়া সহজই হবে। দুই দলই রৌপ্য জেতা নিশ্চিত করে নিয়েছে। এখন যারা আজ ফাইনাল ম্যাচটি জিতবে, তারাই সোনা জয় নিশ্চিত করবে। নিগার সুলতানা, ফারজানা হক, শামিমা সুলতানা, সানজিদা ইসলাম, রিতু মনিরা যদি ব্যাট হাতে ঝলক দেখাতে পারেন, তাহলে লঙ্কান বোলাররা কিছুই করতে পারবেন না। আবার বল হাতে যদি সালমা খাতুন, রিতু মনি, নাহিদা আক্তাররা দ্যুতি ছড়াতে পারেন, তাহলে লঙ্কান ব্যাটাররা আবারও বিপদে পড়বেন। আর বিপদ যত বেশি শ্রীলঙ্কার ঘাড়ে দেয়া যাবে, ততই বাংলাদেশ নারী ক্রিকেট দলের সোনা জেতার সুযোগ বাড়বে। সেই সোনা জেতার দিন আজই।
×