ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লালদীঘিতে উত্তর জেলা আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৬

প্রকাশিত: ১১:১০, ৮ ডিসেম্বর ২০১৯

লালদীঘিতে উত্তর জেলা আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষে আহত ৬

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বক্ষণে শনিবার লালদীঘি ময়দানে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন আহত হয়েছে। মূলত সাধারণ সম্পাদক পদে আসতে চান এমন দু’জন অর্থাৎ, মীরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও উপজেলার সাবেক সভাপতি আতাউর রহমান আতার সমর্থকদের মধ্যেই এ ঘটনা ঘটেছে। দলীয় সূত্র জানিয়েছে, উত্তর জেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে গত কয়েকদিন ধরেই নেতাকর্মীদের মাঝে এ ধরনের উত্তেজনা বিরাজ করছিল। সভাপতি ও সাধারণ সম্পাদকের এ দুই পদে কে আসছেন এ নিয়েই যত উত্তেজনা। সভাপতি পদে একপক্ষ রাউজান উপজেলার বর্তমান সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর পক্ষে ও অন্যপক্ষ চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এমএ সালামের পক্ষে।
×