ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেখ হাসিনাকে দরকার দেশের মানুষের জন্য ॥ শামীম ওসমান

প্রকাশিত: ১১:০৮, ৮ ডিসেম্বর ২০১৯

শেখ হাসিনাকে  দরকার দেশের মানুষের জন্য ॥ শামীম ওসমান

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, শয়তান শয়তানী করে কিন্তু আল্লাহর সঙ্গে পারে না। আল্লাহর রহমত শেখ হাসিনার ওপর আছে। বাংলাদেশের এমন কোন শক্তি নেই শেখ হাসিনার সরকারকে আঘাত করতে পারে। শেখ হাসিনাকে দরকার আপনার আমার জন্য নয়। শেখ হাসিনাকে দরকার বাংলাদেশের মানুষের জন্য। শেখ হাসিনাকে দরকার আমাদের ভবিষ্যত বংশধরদের জন্য। জনগণের দোয়া শেখ হাসিনার ওপর আছে। শনিবার দুপুরে সদর উপজেলার লামারবাগ এলাকার নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানে অতিথির বক্তব্যে একেএম শামীম ওসমান এসব কথা বলেন। বিকেলে সম্মেলনের দ্বিতীয় পর্বে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক এম শওকত আলীর নামই পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল, সহ-সভাপতি মিজানুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সহ-সভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল ও শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুসহ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভীকে উদ্দেশ করে বলেন, ঘটনার ২২ মাস পর মেয়র সরকারী দলের লোক হয়ে সরকারী দলের নেতাকর্মীদের নামে মামলা করলেন। যারা আপনার নির্বাচনে জান জীবন দিয়ে কাজ করেছে তাদের বিরুদ্ধে মামলা করেছেন। তখনই মামলা করতেন কিছু মনে করতাম না। একজন মেয়র মার খেল নারায়ণগঞ্জ থানায় দুইবার গেল মামলা হলো না। নারায়ণগঞ্জে কোর্টে গেলেন মামলা হলো না কেন। কারণ তৎকালীন পুলিশ তাকে সেফ করতে চেয়েছে। কারণ বুয়েটের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে যদি সব চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে আসতে পারে সেদিন হকার ইস্যুতে সংঘর্ষের ঘটনাও ভিডিও দেখে সব প্রমাণিত হয়ে যাবে। সে কারণে তাকে সেফ করার জন্য সে দিন থানায় মামলা নেয়া হলো না। শামীম ওসমান বলেন, তারা (নেতাকর্মীরা) আমাকে প্রস্তাব দিয়েছে কিছু করতে হবে না। আপনি শুধু কয়েক দিনের জন্য দেশের বাইরে যান। আমরা দেখতে চাই নারায়ণগঞ্জের রাজপথ কার?। শেখ হাসিনার অর্জিনাল কর্মীদের, না খন্দকার মোস্তাকের বংশধরদের।
×