ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ট্রাস্ট ও বিআরটিসির বাসে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ১১:০৮, ৮ ডিসেম্বর ২০১৯

রাজধানীতে ট্রাস্ট ও বিআরটিসির বাসে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার দুটি পৃথক এলাকায় দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাস দুটি প্রায় পুরোটাই পুড়ে গেছে। তবে বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার বেলা সোয়া তিনটার দিকে কাওরানবাজার সিএ ভবনের সামনে চলন্ত অবস্থায় যাত্রীবাহী ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লেগে বাসটির সামনের অংশে আগে পুড়ে যায়। ঘটনার সময় বাসটির গতি কম থাকায় বাসের লোকজন নিরাপদে নেমে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়। একটি ইউনিটই আগুন নিভিয়ে ফেলে। অন্যদিকে বিকেল চারটার দিকে কুড়িল বিশ্বরোডের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির একটি দোতলা যাত্রীবাহী বাসে আগুন লেগে যায়। আগুন লাগার পর যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যেতে সক্ষম হন। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি প্রায় পুরোটাই পুড়ে গেছে। ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক জানান, বিআরটিসির দোতলা বাসের ইঞ্জিন গরম হওয়ার কারণে এই আগুনের সূত্রপাত হয়। বাসের ইঞ্জিন গরম হওয়ার পর পরই ওই বাসের চালক যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন। এর পরই হঠাৎ বাসের সামনের দিকে আগুন লেগে যায়। যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। ফলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, দুটি বাসে আগুন লাগার কারণ সম্পর্কে তারা স্পষ্ট নন। তবে যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকা-ের ঘটনা দুটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
×