ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৭৮ বছর পর

প্রকাশিত: ০৯:৩৭, ৮ ডিসেম্বর ২০১৯

৭৮ বছর পর

মৃত্যুর ৭৮ বছর পর নিজ শহরে সমাহিত করা হল মার্কিন সেনা ভিক্টর প্যাট্রিক টমলিসনের দেহাবশেষ। শনিবার ছিল পার্ল হারবারে আক্রমণের ৭৮তম বার্ষিকী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানী বাহিনী হনলুলুর পার্ল হারবারে অতর্কিত হামলা চালিয়ে ২১ নৌযান ধ্বংস করে। ওই ঘটনায় সামরিক ও বেসামরিক মিলিয়ে ২ হাজার ৪০৩ জন মার্কিন নাগরিক নিহত হয়। যাদের মধ্যে প্যাট্রিক টমলিসনও ছিলেন। তাকে হনলুলুর ন্যাশনাল সিমেট্রিতে অন্যদের সঙ্গে সমাহিত করা হয়েছিল। -টাইম জিতলেন এলন মাস্ক মানহানি মামলায় জিতেছেন প্রযুক্তি উদ্যোক্তা এলন মাস্ক। টেসলা প্রতিষ্ঠাতা মাস্কের বিরুদ্ধে ব্রিটেনের একজন উদ্ধারকর্মী ১৯০ মিলিয়ন ডলারের মামলা করেন। গতবছর থাইল্যান্ডের একটি গুহায় আটকা পড়া কিশোরদের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিলেন। মাস্ক কিছুদিন আগে টুইটারে তাকে ‘পেডু গাই’ বলে অভিহিত করেন। এ নিয়ে মামলা করেন ব্রিটিশ উদ্ধারকর্মী। মাস্ক আদালতে বলেন, তিনি অবজ্ঞা করে কথাটি বলেননি। এটি দক্ষিণ আফ্রিকার একটি চালু কথা। লস এ্যাঞ্জেলেসের ফেডারেল কোর্ট শেষ পর্যন্ত মাস্ককে অভিযোগ থেকে অব্যাহতি দেয়। -বিবিসি
×