ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট বিতর্কে ব্রিটিশ বিশেষ দূতের পদত্যাগ

প্রকাশিত: ০৯:৩৭, ৮ ডিসেম্বর ২০১৯

ব্রেক্সিট বিতর্কে ব্রিটিশ বিশেষ দূতের পদত্যাগ

ব্রেক্সিট নিয়ে নিজ দেশের সরকারের কর্মকা-ের সমালোচনা করে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বিশেষ ব্রিটিশ দূত পদত্যাগ করেছেন। তিনি বলেছেন, তিনি যেসব রাজনীতিক নেতাদের বিশ্বাস করেন না তাদের পক্ষ নিয়ে আর অর্ধসত্য কথা বলে বেড়াতে পারছেন না। ব্রিটেনে সাধারণ নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে কড়া ভাষায় লেখা এক চিঠির মাধ্যমে এই পদত্যাগের ঘটনা ঘটল। ওয়াশিংটনে ব্রিটিশ দূতাবাসে নিযুক্ত ব্রেক্সিট বিষয়ক প্রধান দূত আলেকজান্দ্রা হল হল বলেন, ব্রিটিশ সিভিল সার্ভিসের পক্ষ থেকে ব্রেক্সিট বিষয়ে যেসব তথ্য প্রদান করার দাবি জানানো হয়েছে তা নিয়ে তিনি ক্রমবর্ধমানভাবে ভীত হয়ে পড়েছিলেন। ওই তথ্যগুলো পুরোপুরি সত্য নয়। তিনি আরও বলেন, বেক্সিট নিয়ে যুক্তরাজ্যের নেতাদের জনগণের সঙ্গে সোজা আচরণ করতে অনিচ্ছা বিদেশে ব্রিটিশ কূটনীতিকদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করছে। -সিএনএন
×