ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে পুলিশ সার্জেন্ট পদে প্রথম বাংলাদেশী আরমান কায়সার

প্রকাশিত: ১২:৩২, ৭ ডিসেম্বর ২০১৯

  যুক্তরাষ্ট্রে পুলিশ  সার্জেন্ট পদে  প্রথম বাংলাদেশী আরমান কায়সার

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রে পুলিশ সার্জেন্ট পদে প্রথম বাংলাদেশী হিসেবে নাম লিখিয়েছেন চট্টগ্রামের ছেলে বাংলাদেশী বংশোদ্ভূত আরমান কায়সার। দেশটির নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি পুলিশ ২৪ কর্মকর্তাকে সার্জেন্ট পদে পদোন্নতি দিয়েছে। কায়সার তাদের অন্যতম। ২ ডিসেম্বর পদোন্নতি পাওয়া বাকি পুলিশ অফিসারদের সঙ্গে শপথ নেন তিনি। খবর ওয়েবসাইটের। প্রেস অব আটলান্টিক সিটির এক প্রতিবেদনে বলা হয়, সার্জেন্ট পদে ১০০-এর কাছাকাছি পুলিশ কর্মকর্তা আবেদন করেন। তাদের মধ্য থেকে বাছাই করে এই ২৪ জনকে নির্বাচিত করা হয়। সার্জেন্ট পদে পদোন্নতি পাওয়ায় আরমান কায়সার এখন থেকে ১৮৬ সাধারণ কর্মকর্তা ছাড়াও তিন শ’র অধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যকে নেতৃত্ব দেবেন। চাকরির শুরুতে বেতন হিসেবে পাবেন বার্ষিক এক লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় ৮৪ লাখ টাকা। অর্থাৎ, তিনি মাসিক বেতন পাবেন সাত লাখ টাকা। ২০১২ সালে প্রথম বাংলাদেশী-আমেরিকান হিসেবে আটলান্টিক সিটির পুলিশ বিভাগে অফিসার পদে যোগ দেন কায়সার। এর আগে যুক্তরাষ্ট্রে পুলিশের ক্যাপ্টেন পদে প্রথম বাংলাদেশী হিসেবে যোগ দেন বাংলাদেশী-আমেরিকান খন্দকার আবদুল্লাহ।
×