ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যাবিপ্রবিতে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার ভাস্কর্য তৈরির সিদ্ধান্ত

প্রকাশিত: ১১:৫৯, ৭ ডিসেম্বর ২০১৯

 যাবিপ্রবিতে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার ভাস্কর্য তৈরির  সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী’ উদযাপন উপলক্ষে ট্রাস্ট ফান্ড গঠন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত স্থাপনা তৈরি, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা সম্মাননাসহ নানা কর্মসূচী গ্রহণ করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এর অংশ হিসেবে ৭ ও ৮ ডিসেম্বর যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী’ উদযাপন কমিটির প্রথম সভায় এসব কর্মসূচী পালনের প্রস্তাব করা হয়। এতে সভাপতিত্ব করেন ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী’ উদযাপন কমিটির সভাপতি ও যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। সভার শুরুতে তিনি ঐতিহাসিক যশোর মুক্ত দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। সভায় কমিটির সদস্যরা বঙ্গবন্ধু ট্রাস্ট ফান্ড গঠন ছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতা যেমন ঃ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জয় বাংলা কনসার্ট, বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃবিভাগ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব করেন। এ উপলক্ষে স্মরণিকা প্রকাশ এবং স্মরণিকায় বঙ্গবন্ধু সম্পর্কিত কবিতা, ছবি, স্মৃতিকথা, প্রবন্ধ রাখার প্রস্তাব করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে বঙ্গবন্ধুর ছবি বা জন্মশতবার্ষিকীর থিম সংযোজন করে এ সম্পর্কিত নতুন একটি উইনডো তৈরি এবং উইনডোতে বঙ্গবন্ধুর কর্নারকে যুক্ত করে তাঁর সকল কনটেন্ট দেখানোর প্রস্তাব করা হয়। সভায় আন্তর্জাতিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের প্রস্তাব করা হয়। সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা এবং বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য তৈরি করার প্রস্তাব করা হয়। সভায় যবিপ্রবি উপাচার্য জানান, এটি সম্পন্ন করতে ইতোমধ্যে বিভিন্ন পেশাদার প্রতিষ্ঠানের কাছে ডিজাইন প্রস্তাব আহ্বান করা হয়েছে। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী’ উদযাপন কমিটির সভায় যশোর জেলার ১০০ জন মুক্তিযোদ্ধার অভিজ্ঞতার অডিও-ভিডিও ধারণসহ খেতাবপ্রাপ্ত ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করার প্রস্তাব গৃহীত হয়। এক্ষেত্রে নারী মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দেয়ার প্রস্তাব করা হয়। সভায় বঙ্গবন্ধু সম্পর্কিত আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধু সম্পর্কিত প্রামাণ্যচিত্র, ভিডিওচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর প্রস্তাব করা হয়।
×