ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উত্তরা ইপিজেডে ঝুট চামড়ার গুদামে অগ্নিকান্ড

প্রকাশিত: ১১:৫৮, ৭ ডিসেম্বর ২০১৯

 উত্তরা ইপিজেডে ঝুট চামড়ার গুদামে  অগ্নিকান্ড

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী সদরের সংগলশীতে অবস্থিত উত্তরা ইপিজেডের লেদার মেনুফ্যাকচারিং কারখানার (ভেনচ্যুরা) ঝুট চামড়ার মালামালের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকান্ডে সারে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। রাত সাড়ে ৯টায় রংপুর বিভাগীয় কমিশনার উত্তরা ইপিজেডে অগ্নিকান্ডের এলাকা পরিদর্শন করেন। গুদামটিতে ফ্যাক্টরির ঝুট চামড়া ও জিনিসপত্র রাখা হতো। নওগাঁ নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, মান্দায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় একটি পোল্ট্রি ফার্ম ভস্মীভূত হয়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বুড়িদহ বাজারে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ফার্ম মালিক আলমগীর হোসেন জানান, সন্ধ্যায় ফার্মে আলো দেয়ার জন্য বিদ্যুতের সুইচ অন করি। এর কিছু পরেই ফার্মটিতে আগুন ধরে যায়।’
×