ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় ঠান্ডাজনিত রোগে ৪ শতাধিক শিশু আক্রান্ত

প্রকাশিত: ১১:৪৯, ৭ ডিসেম্বর ২০১৯

 মাগুরায় ঠান্ডাজনিত রোগে ৪ শতাধিক শিশু আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ৬ ডিসেম্বর ॥ শীতের আগমনের সঙ্গে সঙ্গে শিশুদের মধ্যে ঠান্ডাজনিত নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে ৪ শতাধিক শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শুক্রবার পর্যন্ত শতাধিক শিশু মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া অনেকে চিকিৎসকের প্রাইভেট চেম্বারে চিকিৎসা নিচ্ছেন। জানা গেছে, শীতের আগমনে মাগুরায় শিশুদের মধ্যে ঠান্ডাজনিত নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আক্রান্ত শিশুদের বয়স ৩ মাস থেকে ৫ বছরের মধ্যে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের ১০ বেডের শিশু ওয়ার্ডে আজ শুক্রবার পর্যন্ত শতাধিক শিশু ভর্তি রয়েছে। বেডের অভাবে অনেক শিশুরোগীকে মেঝেতে থাকতে হচ্ছে।
×