ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁয়ে দোকান নিয়ে সংঘর্ষ ॥ আহত ৭

প্রকাশিত: ১১:৪৮, ৭ ডিসেম্বর ২০১৯

 সোনারগাঁয়ে দোকান নিয়ে সংঘর্ষ ॥  আহত ৭

সংবাদদাতা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ৬ ডিসেম্বর ॥ সোনারগাঁয়ে ভাড়া দোকান ঘর ছেড়ে দিতে বলায় ক্ষিপ্ত হয়ে দোকানের মালিক ও তার সহকারীদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়েন। এতে সাতজন আহত হয়। বৃহস্পতিবার রাতে সনমান্দি ইউপির মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর এলাকায় মৃত মোজাফফর হোসেনের ছেলে হাবিবুল্লাহ মগবাজার এলাকায় একটি মার্কেটে তার মালিকানাধীন একটি দোকান ঘর ভাড়া দেন সামসুদ্দিনের ছেলে আলমগীরের কাছে। সম্প্রতি হাবিবুল্লাহ ভাড়া দেয়া দোকান আলমগীরকে মাদক বিক্রির অভিযোগ এনে ছেড়ে দিতে বলে। এতে আলমগীর মনে করে পার্শ্ববর্তী মালেকের কথায় তাকে দোকান মালিক দোকান ছাড়তে বলেছে। এতে আলমগীর ক্ষিপ্ত হয়ে মালেককে বকাঝকা করে। মালেক ও তার ভাতিজা এতে প্রতিবাদ করলে আলমগীরের নেতৃত্বে তার ভাই গোলজার, দিন মোহাম্মদ, দুলাল, সোহেল, আলম, নয়ন, আমির হোসেন, সাইদুরসহ ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মালেকের বাড়িতে হামলা চালায়।
×