ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিএসজিকে জেতালেন এমবাপে-নেইমার

প্রকাশিত: ১২:২০, ৬ ডিসেম্বর ২০১৯

পিএসজিকে জেতালেন এমবাপে-নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ লীগ ওয়ানে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা সুংসহত করল প্যারিস সেইন্ট জার্মেই। বুধবার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা ২-০ গোলে হারিয়েছে নান্টেসকে। পিএসজির হয়ে গোল দুটি করেছেন কিলিয়ান এমবাপে এবং নেইমার। পিএসজি ছাড়াও এদিন জয় নিয়ে মাঠ ছেড়েছে রেনেস, সেইন্ট এতিয়েন এবং মোনাকো। বর্তমান বিশ্ব ফুটবলের সবচেয়ে দামী ফুটবলার নেইমার। কিন্তু বিতর্ক আর ইনজুরি বেশ ভুগাচ্ছে তাকে। যে কারণে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয় পিএসজির এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে। তবে চোট কাটিয়ে আবারও দলে ফিরেছেন নেইমার। বুধবার নান্টেসের বিপক্ষে মাঠেও নেমেছেন তিনি। চলতি মৌসুমে প্রথমবারের মতো একসঙ্গে খেলতে নেমেই পিএসজিকে দারুণ এক জয় উপহার দেন নেইমার ও কিলিয়ান এমবাপে। দুই তারকার দুই গোলের সৌজন্যেই নান্টেসের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। বুধবার নিজেদের মাঠে নান্টেসকে আতিথ্য দেয় থমাস টাচেলের দল। নিজেদের সমর্থকদের সামনে দাপুটে খেলতে থাকে পিএসজি। অধিকাংশ সময় বল দখলে রাখে স্বাগতিকরা। আধিপত্য বজায় রেখে বারবার আক্রমণ করে পিএসজি। তথাপি গোল নামক সোনার হরিণের দেখা পাচ্ছিল না নেইমার-এমবাপেরা। ভাল খেলেও গোলবিহীন বিরতিতে যেতে হয় পিএসজিকে। তবে দ্বিতীয়ার্ধেই যেন জ্বলে ওঠে লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। ৫২ মিনিটেই এগিয়ে যায় পিএসজি। গোলের নায়ক কিলিয়ান এমবাপে। এ্যাঞ্জেল ডি মারিয়ার পাস ধরে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে দুর্দান্ত ফ্লিকে নিশানাভেদ করেন তিনি। ৮৫ মিনিটেই গোল ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। ৭৮ মিনিটে এমবাপের বদলি হয়ে মাঠে নামেন মাউরো ইকার্দি। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হন তিনি। যার ফলে পেনাল্টির বাঁশি বাজায় রেফারি। সফল স্পট কিকে বল ঠিকানায় পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার।
×