ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সার্ক দাবায় ওপেন বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন ভারতের নুবাইরশাহ শেখ

প্রকাশিত: ১৩:০৯, ৫ ডিসেম্বর ২০১৯

সার্ক দাবায় ওপেন বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন ভারতের নুবাইরশাহ শেখ

স্পোর্টস রিপোর্টার ॥ সার্ক দাবা চ্যাম্পিয়নশিপস ওপেন বিভাগে ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। নুবাইরশাহ ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন। বিজয়ী হয়ে তিনি স্বর্ণপদক, ট্রফি এবং সাড়ে তিন হাজার ডলার অর্থ পুরস্কার লাভ করেন। সাত পয়েন্ট করে অর্জন করেন তিনজন খেলোয়াড়, টাইব্রেকিং পদ্ধতিতে তাদের মধ্যে ভারতের আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রায় রানার্সআপ, বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তৃতীয় এবং বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার সুব্রত বিশ্বাস চতুর্থ স্থান লাভ করেন। আন্তর্জাতিক মাস্টার প্রান্তিক রৌপ্যপদক, ট্রফি এবং ষোলো শত ছেষট্টি মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন। তৃতীয় হওয়া গ্র্যান্ডমাস্টার জিয়া ব্রোঞ্জ পদক, ট্রফি ও সমপরিমাণ অর্থ পুরস্কার লাভ করেন। ক্যান্ডিডেট মাস্টার সুব্রত একই পরিমাণ অর্থ পুরস্কার লাভ করেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে ৫ জন খেলোয়াড় পঞ্চম হতে নবম স্থান লাভ করেন যথাক্রমে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদী, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও তাহসিন তাজওয়ার জিয়া। ছয় পয়েন্ট করে নিয়ে দশম হতে পঞ্চদশ স্থান লাভ করেন যথাক্রমে ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মোহাম্মদ আবদুল মালেক, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, দেলোয়ার হোসেন, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ ও ভারতের সঙ্কলন ভারতী। মহিলা বিভাগের বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমিন সুলতানা শিরিন অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। শিরিন ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। তিনি স্বর্ণপদক, ট্রফি এবং দুই হাজার ডলার অর্থ পুরস্কার লাভ করেন। সাত পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার দাহামপ্রিয়া দেবনেথমি রানার্সআপ হন। দাহামপ্রিয়া রৌপ্যপদক, ট্রফি এবং দেড় হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন। ছয় পয়েন্ট করে নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ তৃতীয়, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা চতুর্থ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমিন সিম্মি পঞ্চম স্থান লাভ করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ব্রোঞ্জ পদক, ট্রফি এবং ৭০০ মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন। মহিলা ফিদে মাস্টার ইভা ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার সিম্মি সাতশত মার্কিন ডলার করে অর্থ পুরস্কার লাভ করেন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা ষষ্ঠ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরেদৗস সপ্তম স্থান লাভ করেন। পাঁচ পয়েন্ট করে নিয়ে কিশোয়ারা সাজরিন ইভানা অষ্টম ও আহমেদ ওয়ালিজা নবম হন। এছাড়া ব্লিজ দাবায় ওপেন বিভাগে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হন। রিফাত স্বর্ণপদক এবং পাঁচ শত মার্কিন ডলার অর্থ পুরস্কার পান। ওপেন বিভাগের সাত পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান রৌপ্যপদক ও আড়াই শ’ মার্কিন ডলার এবং তৃতীয় ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুরাইরশাহ শেখ তৃতীয় হয়ে ব্রোঞ্জপদক ও আড়াই শত মার্কিন ডলার লাভ করেন। অপরদিকে মহিলা বিভাগের ৭ পয়েন্ট করে নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমিন সুলতানা শিরিন চ্যাম্পিয়ন, মহিলা ক্যান্ডিডেট মাস্টার সামিহা শারমিন সিম্মি রানার্সআপ এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার জাকিয়া সুলতানা সাড়ে ছয় পয়েন্ট নিয়ে তৃতীয় হন। শিরিন স্বর্ণপদক ও পাঁচশত মার্কিন ডলার, সিম্মি রৌপ্যপদক ও তিনশত মার্কিন ডলার এবং জাকিয়া ব্রোঞ্জপদক ও দুইশত মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন। গতকাল রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ আখতার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্বদাবা সংস্থার প্রেসিডেন্টের উপদেষ্টা বেরিক বালগাবায়েভ ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফ, এম, ইকবাল বিন আনোয়ার (ডন)। স্বাগত বক্তব্য রাখে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। উপস্থিত ছিলেন র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান লেঃ কর্নেল শাফী উদ্দীন বুলবুল প্রমুখ।
×