ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জেসুসের আগুনে পুড়ল বার্নলি

প্রকাশিত: ১৩:০৮, ৫ ডিসেম্বর ২০১৯

জেসুসের আগুনে পুড়ল বার্নলি

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগে মঙ্গলবার তারা ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তুলনামূলক খর্বশক্তির দল বার্নলিকে। এর ফলে লিচেস্টার সিটিকে টপকে আবারও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। এই ম্যাচে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস। এছাড়া বাকি দুটি গোল করেছেন মিডফিল্ডার রোদ্রি এবং রিয়াদ মেহরাজ। ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। পেপ গার্ডিওলার অধীনে সর্বশেষ দুই মৌসুমে টানা দুইবার লীগ শিরোপা জয়েরও রেকর্ড গড়ে সিটিজেনরা। তবে চলতি মৌসুমে ম্যানসিটিকে চেনারূপে দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে তেমন ভাল খেলতে পারেনি পেপ গার্ডিওলার দল। এমনকি সর্বশেষ দুই ম্যাচেও জয়হীন তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে শাখতার দোনেস্কের সঙ্গে ১-১ গোলে এবং ইংলিশ প্রিমিয়ার লীগে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। যে কারণে বার্নলির বিপক্ষে জয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নদের। সেই পরিসংখ্যান মাথায় রেখেই যেন এদিন বার্নলির মাঠে খেলতে নামে সিলভা-জেসুসরা। প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় সিটিজেনরা। সেই সুযোগে প্রথমে গোলেরও দেখা পায় সফরকারী দলটি। প্রথমার্ধের ২৪ মিনিটেই দলকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। ডেভিড সিলভার পাস থেকে বাঁ পাশ থেকে ডান পায়ের শটে গোল করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তার এই গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি। বিরতির পরও দেখা যায় সফরকারীদের দাপট। দ্বিতীয়ার্ধেও সেই জেসুসের দাপট। ম্যাচের ৫০ মিনিটেই গোল ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার বের্নাডো সিলভার পাসে গোল করেন সেলেসাওদের এই তারকা খেলোয়াড়। তারপরও গোল উৎসব থামেনি সফরকারীদের। দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে আবারও স্বাগতিকদের জালে বল জড়ায় ম্যানসিটি। এবার সফরকারীদের গোল উৎসবের জোয়ারে ভাসার সুযোগ করে দেন স্প্যানিশ মিডফিল্ডার রড্রি হার্নান্ডেজ। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে বার্নলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রিয়াদ মেহরাজ। তবে শেষ বাঁশি বাজার এক মিনিট আগে বার্নলিকে সান্ত¡নার এক গোল উপহার দেন আইরিশ উইঙ্গার রবি ব্র্যাডি। এই জয়ের ফলে বার্নলির কোচ সিন ডাইচের বিপক্ষে টানা ৯ ম্যাচে অপরাজিত পেপ গার্ডিওলা। যার ৮ ম্যাচে জয় আর বাকিটিতে ড্র। এমন পারফর্মেন্সে দারুণ খুশি সিটিজেনদের অভিজ্ঞ কোচ। তবে আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন গ্যাব্রিয়েল জেসুসকে। ম্যাচের শেষে জোড়া গোলের নায়ক প্রসঙ্গে গার্ডিওলা বলেন, ‘তার পারফর্মেন্স আমাদের দলের জন্য সবসময়ই প্রয়োজন। তার এমন পারফর্মেন্সে আমি খুব আনন্দিত। কেননা সে একজন অবিশ্বাস্যরকমের যোদ্ধা। দলের জন্য তার গোলও খুব প্রয়োজন। তার ব্যাপারে আমি প্রায়ই বলি, তোমাকে অবশ্যই গোল করতে হবে। দলের জন্য তুমি অনেক কিছুই কর। কিন্তু গোলটাও তোমাকে করতে হবে। আজ সে তাই করে দেখিয়েছে।’ বার্নলির বিপক্ষে দুই গোল করায় ম্যানচেস্টার সিটির হয়ে জেসুসের গোলসংখ্যা এখন ৩২। তারচেয়ে প্রিমিয়ার লীগে বেশি গোল করা ব্রাজিলিয়ানের সংখ্যা কেবল দুইজন। লিভারপুলেরই সাবেক এবং বর্তমানের দুই তারকা যথাক্রমে ফিলিপে কোটিনহো (৪১) এবং রবার্তো ফিরমিনো (৫২)। উরুর চোটের কারণে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সার্জিও এ্যাগুয়েরো। ঠিক দলের এমন প্রয়োজনের সময়ই জ্বলে উঠলেন জেসুস। গোল পেয়ে খুশি ব্রাজিলিয়ান তারকাও। ম্যাচের শেষে জেসুস বলেন, ‘সার্জিও (এ্যাগুয়েরো) ফুটবলের কিংবদন্তি। আমাকে গোলটা করতেই হবে কেননা, সার্জিও সবসময়ই গোল করে।’
×