ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ার্নারের উল্লম্ফন, শীর্ষে কোহলি

প্রকাশিত: ১৩:০৭, ৫ ডিসেম্বর ২০১৯

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ওয়ার্নারের উল্লম্ফন, শীর্ষে কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ দুই টেস্টে পাকিস্তান ইনিংস ব্যবধানে হেরে যাওয়ায় অস্ট্রেলিয়াকে একবারের বেশি ব্যাটিং করতে হয়নি। দুই ইনিংসে দুটি সেঞ্চুরির একটিকে আবার রূপ দিয়েছেন ট্রিপলে। অপরাজিত ৩৩৫*। ৪৮৯.০০ গড়ে মোট রানও ৪৮৯। ঘরের মাটিতে অবিশ্বাস্য পারফর্মেন্সের পুরস্কার পেলেন ডেভিড ওয়ার্নার। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ১২ ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন এই ন্যাটা ওপেনার। অন্যদিকে এ্যাশেজে রানের বন্যা বইয়ে দিয়ে শীর্ষে ফেরা সতীর্থ স্টিভেন স্মিথ এই সিরিজে ছিলেন পুরোপুরি ব্যর্থ। দুই ইনিংসে মোট ৪০ রান করা সাবেক অধিনায়ক দুইয়ে নেমে গেছেন। আর বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংশৈলী প্রদর্শন করে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন বিরাট কোহলি। কলকাতার ইডেন গার্ডেন্সে বহুল আলোচিত ডে-নাইট টেস্টে ১৩৬ রানের দৃষ্টিনন্দন ইনিংস উপহার দেন ভারত অধিনায়ক। আরেকজনের কথা বিশেষভাবে বলতে হবে। তিনি মার্নাস লাবুশানে। গত এ্যাশেজে স্টিভেন স্মিথ মাথায় আঘাত পাওয়ায় বদলি হিসেবে সুযোগ পাওয়া এ অস্ট্রেলিয়ান রানের ফুলঝুরি ছুটিয়ে চলেছেন। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে হাঁকিয়েছেন দুটি সেঞ্চুরি। ব্রিসবেনে ১৮৫, এ্যাডিলেডে ১৬২। ছয় ধাপ এগিয়ে র‌্যাঙ্কিংয়ের আটে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ২৫ বছর বয়সী এ ডানহাতি টপঅর্ডার ব্যাটসম্যান। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ও ভারতের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পুজারা। চার ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন হ্যামিল্টনে সেঞ্চুরি হাঁকানো ইংল্যান্ড অধিনায়ক জো রুট। নয় ও দশে যথাক্রমে হেনরি নিকোলস ও দিমুথ করুনারতেœ। বোলারদের তালিকায় সেরা পাঁচেÑ প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, জেসন হোল্ডার, নেইল ওয়েগনার ও জাসপ্রিত বুমরাহ। টেস্ট অলরাউন্ডার পজিশনে জেসন হোল্ডার, রবীন্দ্র জাদেজা, বেন স্টোকস, ভারনান ফিল্যান্ডার ও রবিচন্দ্রন অশ্বিন।
×