ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এসএ গেমস মহিলা ক্রিকেট

নেপালকে উড়িয়ে দিয়ে ফাইনালে সালমারা

প্রকাশিত: ১৩:০৬, ৫ ডিসেম্বর ২০১৯

নেপালকে উড়িয়ে দিয়ে ফাইনালে সালমারা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে নারী ক্রিকেটে স্বাগতিক নেপালকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম দল হিসেবে ফাইনালে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ১০ উইকেটের বড় জয় পেয়েছে। পোখারায় রঙ্গশালা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নেপাল ব্যাট করতে নেমে ১৯.২ ওভারেই ৫০ রানেই অলআউট হয়ে যায়। রাবেয়া খানের (৪/৮) অসাধারণ বোলিংয়ের সামনে পড়ে দ্রুত গুটিয়ে যায় নেপাল। ব্যাটার রুবিনা ছেতরি সর্বোচ্চ ১৩ রান করতে পারেন। জবাব দিতে নেমে ৭.৪ ওভারে ৫১ রান করেই জিতে যায় বাংলাদেশ। দুই ওপেনার আয়েশা রহমান (২৬*) ও মুরশিদা খাতুন (২৩*) মিলেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচসেরা হন রাবেয়া খাতুন। তিনি ৪ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। আজ মালদ্বীপের সঙ্গে ম্যাচ রয়েছে বাংলাদেশের। যেভাবে খেলছেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা, এই ম্যাচটিও অনায়াসেই জেতার কথা। যে দল শ্রীলঙ্কাকে প্রথম ম্যাচেই ৭ উইকেটে হারিয়েছে তারা কী আর মালদ্বীপের মতো দলকে পাত্তা দেবে? স্বাগতিক দল হয়েও নেপাল উড়ে গেছে। মালদ্বীপকে হারালে অপরাজিত থেকেই রবিবার ফাইনালে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠে গেছে। কারণ শেষ দুটি ম্যাচ বাকি আছে। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার আজকের ম্যাচটি। এরপর শুক্রবার শ্রীলঙ্কা ও নেপাল লড়াই করবে। বাংলাদেশের পয়েন্ট এখন ৪। টানা দুই ম্যাচ জিতেছে বাংলাদেশ। সেই তুলনায় শ্রীলঙ্কা ও নেপাল একটি করে ম্যাচ জিতে ২ পয়েন্ট করে পেয়েছে। মালদ্বীপের কোন পয়েন্ট নেই। দুটি ম্যাচেই হেরেছে। লীগ পদ্ধতির খেলায় শেষ ম্যাচটি যেহেতু শ্রীলঙ্কা ও নেপালের মধ্যে হবে, যে দল জিতবে; তাদের ৪ পয়েন্ট হবে। তার মানে মালদ্বীপের চার পয়েন্ট হওয়ার কোন সুযোগই নেই। শ্রীলঙ্কা অথবা নেপাল যে কোন একদলের চার পয়েন্ট হওয়ার সুযোগ আছে। বাংলাদেশ এরই মধ্যে চার পয়েন্ট পেয়ে গেছে। যেহেতু পয়েন্ট তালিকায় ওপরে থাকা দুটি দল ফাইনালে খেলবে, বাংলাদেশের ফাইনালে খেলা নিশ্চিত হয়ে গেছে। স্কোর ॥ নেপাল ইনিংস- ৫০/১০; ১৯.২ ওভার; শ্রেষ্ঠা ০, শিতা ৩, সনু ১২, রুবিনা ১৩, ইন্দু ১০, মমতা ১, করুনা ০, আপসারি ৫, সারিতা ০, আঞ্জালি ০, সারাসওয়াতি ০*; রাবেয়া ৪/৮, জাহানারা ২/২, নাহিদা ১/১০, সালমা ১/১০। বাংলাদেশ ইনিংস- ৫১/০; ৭.৪ ওভার; আয়েশা ২৬*, মুরশিদা ২৩*। ফল ॥ বাংলাদেশ নারী ক্রিকেট দল ১০ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রাবেয়া খান (বাংলাদেশ)।
×