ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন

প্রকাশিত: ১৩:০৫, ৫ ডিসেম্বর ২০১৯

সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন

সিটি স্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি। চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমসে) বাংলাদেশকে সোনার পদক এনে দেয়া কারাতেকা মারজান আক্তার প্রিয়া। জরুরী বিভাগে অর্থোসার্জন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রাজ্জল মানের কাছ থেকে প্রিয়া চিকিৎসা নেয়ার পর তার সঙ্গে কথা বলেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি জানান, প্রিয়া এখন শঙ্কামুক্ত। তার সিটি স্ক্যান করা হয়েছে। রিপোর্টও নরমাল এসেছে। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে। সমস্যা নেই। তারপরও ডাক্তার ওকে দুই ঘণ্টা পর্যবেক্ষণে রেখে সবকিছু ঠিক থাকায় ছাড়পত্র দিয়ে দেন। নিউরোসার্জন অভিষেক চাতুরবেদীর পর্যবেক্ষণে ছিলেন প্রিয়া। তিনিও জানিয়েছেন মারাত্মক কিছু পাওয়া যায়নি স্ক্যান রিপোর্টে। তাকে কিছু ওষুধ দিয়েছি। সপ্তাহখানেক তাকে বিশ্রামে থাকতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে। এ সময়ে খেলাধলা করা যাবে না।
×