ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রিট শুনানি

মুক্তিযুদ্ধের সময় একটাই স্লোগান ছিল ‘জয় বাংলা’

প্রকাশিত: ১১:৪৯, ৫ ডিসেম্বর ২০১৯

মুক্তিযুদ্ধের সময় একটাই স্লোগান ছিল ‘জয় বাংলা’

স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মহান মুক্তিযুদ্ধের সময় দেশে-বিদেশে তখন একটাই স্লোগান ছিল ‘জয় বাংলা’। এছাড়া পাকিস্তানেও কিছু কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা এক হয়ে ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়েছেন। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিটে জারি করা রুলের শুনানিতে হাইকোর্ট এ মন্তব্য করে। পরবর্তী শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সুপেয় পানি পাওয়ার বিষয়ে ওয়াসার পানি পরীক্ষা করার জন্য হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বা মতামত সংক্রান্ত প্রতিবেদনের শুনানির জন্য ১১ ডিসেম্বর দিন ঠিক করেছে হাইকোর্ট। একই সঙ্গে পরীক্ষার বিষয়ে বিশেষজ্ঞ কমিটির দুটি প্রতিবেদনের মতামতের ওপর সেদিন হলফনামা আকারে দাখিল করা হবে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় দেশে-বিদেশে তখন একটাই স্লোগান ছিল ‘জয় বাংলা’। রিটের শুনানির সময় বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন। রিটের শুনানির একপর্যায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাসার আদালতকে বলেন, মাই লর্ড, মুক্তিযুদ্ধের সময় দেশে একটাই স্লোগান ছিল ‘জয় বাংলা’।
×