ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের শুনানি ১১ ডিসেম্বর

প্রকাশিত: ১১:৪৯, ৫ ডিসেম্বর ২০১৯

বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের শুনানি ১১ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ সুপেয় পানি পাওয়ার বিষয়ে ওয়াসার পানি পরীক্ষা করার জন্য হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বা মতামত সংক্রান্ত প্রতিবেদনের শুনানির জন্য ১১ ডিসেম্বর দিন ঠিক করেছে হাইকোর্ট। একই সঙ্গে পরীক্ষার বিষয়ে বিশেষজ্ঞ কমিটির দুটি প্রতিবেদনের মতামতের ওপর সেদিন হলফনামা আকারে দাখিল করা হবে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে ঢাকা ওয়াসার পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এএম মাসুম। রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। আদালতে বিশেষজ্ঞদের মন্তব্য প্রতিবেদন দাখিল করেন সহকারী এ্যাটর্নি জেনারেল। পরে তানভীর আহমেদ বলেন, প্রতিবেদন দাখিলের পর ওয়াসা বলছে এই প্রতিবেদন তারা বুঝতে চায়। তাদের বিশেষজ্ঞদের দেখাতে চায়। এজন্য সময় আবেদন করা হয়। এরপর আদালত ১১ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করেন। এর আগে পানি পরীক্ষায় আদালতের নির্দেশে গঠিত চার সদস্যের কমিটির প্রতিবেদন গত ৭ জুলাই আদালতে উপস্থাপন করা হয়। সেই প্রতিবেদনে ঢাকা ওয়াসার দশটি বিতরণ জোনের ৩৪ নমুনার মধ্যে আটটি পানির নমুনায় ব্যাকটেরিয়া জনিত দূষণ রয়েছে বলে উল্লেখ করা হয়।
×