ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ বিশ্ব মৃত্তিকা দিবস

প্রকাশিত: ১১:৪৮, ৫ ডিসেম্বর ২০১৯

আজ বিশ্ব মৃত্তিকা দিবস

স্টাফ রিপোর্টার ॥ আজ বিশ^ মৃত্তিকা দিবস। ৫ ডিসেম্বর দিনটি সারা বিশে^ মৃক্তিকা দিবস হিসেবে পালিত হয়। বিশে^র সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হবে দিবসটি। ‘আমাদের ভবিষ্যত মৃত্তিকার ক্ষয়রোধ’ স্লোগানে পালিত হচ্ছে দিবসটি। ইতোমধ্যে দিবসটি পালনের জন্য মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকার মতো দেশের আঞ্চলিক কার্যালয়েও দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য নিদের্শনাও দিয়েছে প্রধান কার্যালয়। জানা গেছে, ২০১৫ সাল থেকে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট দিবসটি পালন করলেও এবারই প্রথম মন্ত্রণালয়ের উদ্যোগে এটি পালিত হতে যাচ্ছে। মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট (এসআরডিআই), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা, সয়েল সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এবং প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ’র সহযোগিতায় পালিত হচ্ছে দিবসটি। দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে মানব উদ্দীপন বন্ধন র‌্যালি, মৃত্তিকা মেলা, সেমিনার এবং সয়েল কেয়ার এ্যাওয়ার্ড ২০১৯ প্রদান। সকাল ১০টায় মানব উদ্দীপন বন্ধন অনুষ্ঠিত হবে কৃষি গবেষণা কাউন্সিল থেকে বিজয় সরণি পর্যন্ত। পরে আ কা মু গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়ামে মৃত্তিকা মেলা অনুষ্ঠিত হবে। ১১টার দিকে শুরু হবে সেমিনার এং সয়েল কেয়ার এ্যাওয়ার্ড ২০১৯ প্রদান। এসআরডিআইয়ের পরিচালক বিধান কুমার ভা-ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি থাকবেন। বিশেষ অতিথি হিসেবে কৃষি সচিব মোঃ নাসিরুজ্জামান, সম্মানিত অতিথি হিসেবে এফএও বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সম্পসন, প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
×