ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেখ মনির ৮০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

প্রকাশিত: ১১:৪৮, ৫ ডিসেম্বর ২০১৯

শেখ মনির ৮০তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত

বিশেষ প্রতিনিধি ॥ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০তম জš§বার্ষিকী বুধবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। বনানী কবরস্থানে শহীদ শেখ ফজলুল হক মনি, ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বনানী কবরস্থান মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করে আওয়ামী যুবলীগ। এ সময় যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নেতৃত্বে যুবলীগের কেন্দ্রীয়, নগর ও থানার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে শেখ মনির জন্মদিন উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে যুবলীগ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও সাবেক যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করার জন্য আওয়ামী যুবলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। শেখ সেলিম বলেন, যুবলীগ নেতা-কর্মীদের সুসংগঠিত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কাজে সহায়তা করতে হবে। শেখ ফজলুল হক মনি যুব সমাজকে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য বঙ্গবন্ধুর নির্দেশে যুবলীগ প্রতিষ্ঠা করেন।
×