ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চারদিনের সফরে তুরস্কের কোস্টগার্ড প্রধান বাংলাদেশে

প্রকাশিত: ১১:৪৭, ৫ ডিসেম্বর ২০১৯

চারদিনের সফরে তুরস্কের কোস্টগার্ড প্রধান বাংলাদেশে

তুরস্কের কোস্টগার্ডের মহাপরিচালক আহমেদ কেনদির গত ৩ ডিসেম্বর মঙ্গলবার সস্ত্রীক তিনজন সফরসঙ্গীসহ ৪ দিনের সরকারী সফরে বাংলাদেশে এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ কোস্টগার্ডের উপমহাপরিচালক কমডোর এম শাহজাহান তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। সফরকালে তিনি বাংলাদেশ ও তুরস্ক কোস্টগার্ডের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিবেন। ৪ ডিসেম্বর বুধবার তুরস্ক কোস্টগার্ড প্রধান সস্ত্রীক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মেমোরিয়াল পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বাংলাদেশ কোস্টগার্ড সদর দফতরে আগমন করলে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। তুরস্ক কোস্টগার্ড প্রধান, বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন। এ সময় উভয় দেশের কোস্টগার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও তুরস্ক কোস্টগার্ড প্রধানের স্ত্রী বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের (সিজিএফডব্লিউএ) সভানেত্রী বেগম ফারজানা কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সফরকালীন সময় তুরস্ক কোস্টগার্ড প্রধান বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। সফরকালীন তিনি সস্ত্রীক জাতীয় স্মৃতিসৌধ ও গার্মেন্টস শিল্প, সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর এবং পানাম নগর পরিদর্শন করবেন। -বিজ্ঞপ্তি
×