ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লভ্যাংশ পাঠিয়েছে ম্যারিকো

প্রকাশিত: ১১:৪৫, ৫ ডিসেম্বর ২০১৯

লভ্যাংশ পাঠিয়েছে ম্যারিকো

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত হিসাব বছরের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ পাঠিয়েছে। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের লোগো। প্রসঙ্গত, কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০১৯ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে এই লভ্যাংশ দিয়েছে। সূত্র জানায়, কোম্পানিটি বিইএফটিএন নেটওয়ার্কসের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, আলোচ্য সময়ে ম্যারিকো শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার এজিএমের ভেন্যু জানিয়েছে কুইন সাউথ বস্ত্র খাতের কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড ১৭তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু ও সময় জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটির এজিএম আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় সাভার গলফ ক্লাব, ক্যান্টনমেন্ট আশুলিয়া, সাভারে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে কুইন সাউথ টেক্সটাইল ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×