ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে

প্রকাশিত: ১১:৪৪, ৫ ডিসেম্বর ২০১৯

ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা তিন কার্যদিবস সূচকের পতন শেষে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। উভয় শেয়ারবাজারেই দিনটিতে জুন ক্লোজিং কোম্পানির চাহিদা বাড়তে দেখা গেছে। বিশেষ করে বস্ত্র খাতের কোম্পানিগুলোর ক্রেতা বেশি ছিল। এর বিপরীতে ব্যাংকগুলোর দর কমেছে। জানা গেছে, দিনশেষে ডিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক .৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, দর কমেছে ১৩৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫১টির। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৬২ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৪৯ কোটি ৬৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৪১২ কোটি ৩৭ লাখ টাকার। অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৭ পয়েন্টে। দিনভর সিএসইতে হাত বদল হওয়া ২৫৬ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৩টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। সিএসইতে ২৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটি ৯২৬ বারে ৩০ লাখ ৩৯ হাজার ৩৪৬টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৪ কোটি ৯৬ লাখ টাকা। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩০৯ বারে ৩৪ লাখ ৪৭ হাজার ৮৯৩টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৮ কোটি ২২ লাখ টাকা। তৃতীয় স্থানে থাকা মোজাফ্ফার হোসেন শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ৩২৫ বারে ৬ লাখ ৬২ হাজার ৯৫১টি শেয়ার লেনদেন করে। যার বাজারমূল্য ৬৯ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যেÑ সাইহাম কটনের ৮ দশমিক ২১ শতাংশ, এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ০৮ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৭ দশমিক ৩৩ শতাংশ, হাক্কানী পাল্পের ৭ দশমিক ৩০ শতাংশ, ডরিন পাওয়ারের ৬ দশমিক ৯৮ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৬ দশমিক ৯৪ শতাংশ ও হামিদ ফেব্রিক্সের ৬ দশমিক ৮৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।
×